scorecardresearch

বিয়েতে রাজকীয় চমক, ‘স্পেশ্যাল মানুষকে’ বিশেষ উপহার, কনেকে ‘উড়িয়ে’ নিয়ে গেল বর

হেলিকপ্টার নিয়ে বউ আনতে সটান হাজির বর।

viral video, helicopter Video, bride groom viral video, viral news,viral video, weird news, meerut marriage viral video,

হেলিকপ্টার নিয়ে বউ আনতে সটান হাজির বর। মিরাটের একটি বিয়ে ঘিরে রীতিমত হুলস্থূল পড়ে গিয়েছে। হেলিকপ্টার দেখতে মানুষজনের ভিড় উপচে পড়ে। বিদায়বেলায় নতুন বউকে এমন উপহার দিলেন বর, যা কেউ স্বপ্নেও ভাবতে পারেন নি। হেলিকপ্টার করে বরের কনে আনার ভিডিও রীতিমত তোলপাড় ফেলেছে নেটদুনিয়াতেও।

জানা গিয়েছে বরের নাম লোকেন্দ্র প্রতাপ সিং। তিনি বুলন্দশহর থেকে বরযাত্রী নিয়ে বিয়ে করতে মিরাটে আসেন। কনে যশাংশী রানাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় এমন এক চমক দেন যা কনে বা তার বাড়ির লোকজন কেউই ভাবতে পারেন নি। গাড়ির বদলে হেলিকপ্টারে নতুন বউকে উড়িয়ে নিয়ে গেলেন লোকেন্দ্র। আর সেই মুহূর্তের ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মেয়ের বাড়ির লোকজন বলেন, বিয়ের দিন সকালে বর ফোন করে স্ত্রীকে জানান যে তিনি তাকে গাড়িতে নয়, হেলিকপ্টারে নিতে আসছেন। কনে যশাংশী, তার বাবা-মা ও আত্মীয়-স্বজনসহ সবাই একথা শুনে অবাক হয়ে যান। অনেকেই ভাবেন বর নিশ্চয় মজা করছেন। কিন্তু সটান হেলিকপ্টারে চেপেই যে বর আসবেন তা কেউই কল্পনা করতে পারেন নি।

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে স্বামী-স্ত্রী দুজনেই পাইলট, লোকেন্দ্র প্রতাপ সিং অস্ট্রেলিয়ায় একটি এয়ারলাইন্স সংস্থায় পাইলট হিসাবে কর্মরত, কনে ইয়াংশশী রানাও পাইলট। কনে ইয়াশানসি উত্তরাখণ্ডের রুরকির বাসিন্দা এবং বর লোকেন্দ্র বুলন্দশহরের বাসিন্দা, দুজনেই প্রেম করে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠান হয় মিরাটে। এপ্রসঙ্গে লোকেন্দ্র বলেন, আমার স্ত্রী আমার জন্য স্পেশ্যাল। তাই তার জন্য এই বিশেষ আয়োজন। মাত্র ১৫ মিনিটেই মিরাট থেকে বুলন্দশহরে উড়ে আসেন নবদম্পতি। বরের কাছ থেকে এমন এক সারপ্রাইজ পেয়ে খুশিতে আত্মহারা কনে নিজেও।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Viral video groom came to meerut to pick up his bride by helicopter