দুটি পা বিকলাঙ্গ,তাই নিয়েই পাল্লা দিয়ে খেলছে ফুটবল, দেখুন ভিডিও

গায়ে নীল জার্সি, পায়ে খেলোয়ারদের জুতো মোজা। আর সঙ্গে ফুটবল খেলার প্রবল ইচ্ছা। যা দেখে অনুপ্রাণিত হয়েছে নেট নাগরিকরা।

গায়ে নীল জার্সি, পায়ে খেলোয়ারদের জুতো মোজা। আর সঙ্গে ফুটবল খেলার প্রবল ইচ্ছা। যা দেখে অনুপ্রাণিত হয়েছে নেট নাগরিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

'একেই বলে মনের জোর। ভাই তুই আলাদা নয় তুই আমাদেরই একজন।তুই স্পেশাল। ❤️' এই ক্যাপশনের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অভিজিৎ অধিকারি। যেখানে দেখা যাচ্ছে, দুটি পা বিকলাঙ্গ, অথচ পায়ে বল নিয়ে ছুটে যাওয়ার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে তাঁর মনে। মাঠে দৌড়ে দৌড়ে খেলে বেড়াচ্ছে তারই কিছু বন্ধু। বলের দিকে নজর দিয়ে মাঠের এক পাশ থেকে আরেক পাশ হাতের সাহায্যে ছুটে যাচ্ছে সে। পায়ের কাছে বল আসা মাত্রই অন্য জনের থেকে বল ছিনিয়ে নিয়ে কমজোরি পা দিয়ে লাথি মারে বলে। বল উড়ে চলে যায় অন্য খেলোয়ারের পায়ে।

আরও পড়ুন: পকেটে তিন টাকা, ফেরত দিলেন ৪০ হাজারের বান্ডিল

Advertisment

গায়ে নীল জার্সি, পায়ে খেলোয়ারদের জুতো মোজা। আর সঙ্গে ফুটবল খেলার প্রবল ইচ্ছা। যা দেখে অনুপ্রাণিত হয়েছে নেট নাগরিকরা। স্যালুট জানিয়েছে তাকে।

আরও পড়ুন: ১১ লাখ টাকার বিদ্যুতের বিল মেটাতে বস্তা ভর্তি খুচরো পয়সা!

Advertisment

publive-image 1

publive-image 2

publive-image 3

viral