scorecardresearch

বড় খবর

প্রতিবন্ধী শিশুর ক্রিকেট খেলার ভিডিও দেখে বাকরুদ্ধ সোশাল মিডিয়া

“আমি বাকরুদ্ধ। যাঁরা ক্রিকেট ভালোবাসেন, যাঁরা ভালোবাসেন না, সবারই এই ভিডিও দেখা উচিত। এই শিশু সম্পর্কে বিশদে জানতে আমি আগ্রহী”

প্রতিবন্ধী শিশুর ক্রিকেট খেলার ভিডিও দেখে বাকরুদ্ধ সোশাল মিডিয়া

সোশাল মিডিয়ায় ভাইরাল শিশুদের ক্রিকেট খেলার ভিডিও। ভালো ব্যটিং নাকি বলিং, কোন প্রতিভার জন্য ভাইরাল? কোনোটাই নয়। এটি একজন প্রতিবন্ধী শিশুর ক্রিকেট খেলার ভিডিও।

প্রতিবন্ধী শিশুর অসম্ভব ইচ্ছা শক্তি। যা দেখে অবাক সোশাল মিডিয়া। গলি ক্রিকেটে পাল্লা দিয়ে খেলছে সে। পায়ের সমস্যাকে তোয়াক্কা না করে চুটিয়ে খেলছে সে। এই ভিডিও শেয়ার টুইটারে করেছেন আইএফএস আধিকারিক সুধা রমন। তিনি ভিডিওটি শেয়ার করার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আমি বাকরুদ্ধ। যাঁরা ক্রিকেট ভালোবাসেন, যাঁরা ভালোবাসেন না, সবারই এই ভিডিও দেখা উচিত। এই শিশু সম্পর্কে বিশদে জানতে আমি আগ্রহী”।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Viral video handicap child playing cricket