New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/tennis-at-home.jpg)
শুধু খেলাটাই বড় কথা নয়, খেলায় যে তারা বেশ পারদর্শী তা স্পষ্ট। কারণ এতে বল হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
করোনা আতঙ্কে জুবুথুবু ইউরোপের বিভিন্ন দেশ। ইটালির মৃতের সংখ্যা ভাবাচ্ছে গোটা বিশ্বকে। এই কঠিন সময়ে বাড়ি থেকেই ভালো থাকার পথ খুঁজে নিচ্ছে বহু মানুষ। রান্নাবান্না থেকে শুরু করে নিজের প্রতিভাকে খঁজে বের করছে মানুষ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ইটালির দুই মহিলা লিগুরিয়া শহরে ঘরবন্দি হয়েও নিজেদের বাঁচার রসদ খুঁজে নিয়েছে। দু’জনেই নিজেদের বাড়ির ছাদ থেকে টেনিস খেলছে। সেই ভিডিয়ো এখন ব্যাপক হারে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রশংসা করছেন প্রাক্তন টেনিস তারকারাও। ভিডিয়োটি শেয়ার করেছে এটিপি ট্যুর। শুধু খেলাটাই বড় কথা নয়, খেলায় যে তারা বেশ পারদর্শী তা স্পষ্ট। কারণ এতে বল হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক বার মিস মানেই খেলায় ভঙ্গ।
দেখুন ভিডিও...
Just incredible to see ????
???? Liguria, Italy ???????? | #tennisathome pic.twitter.com/dh8bqlvFhj— ATP Tour (@atptour) April 18, 2020