অডি হাঁকিয়ে সবজি বিক্রি! ৫২ লাখ টাকা দামের গাড়ি চেপে সবজি বিক্রি করতে যান কেরলের এক কৃষক। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায়। কেরলের এক কৃষকের কাহিনী সম্প্রতি তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। যিনি একটি অডি A4 গাড়ি চেপে প্রতিদিন সবজি বিক্রি করতে যান। যার দাম প্রায় ৫২ লক্ষ টাকা।
Advertisment
বাজারে সবজি বিক্রি করতে কৃষকরা সাধারণত ট্রাক্টর বা ছোট গাড়ি করে আসেন। তবে এখন সময় বদলেছে। কেরলের এক সবজি বিক্রেতার কঠোর পরিশ্রমের কারণে আজ সে তার অডি এ৪ গাড়িতে চেপে সবজি বিক্রি করতে আসেন। আধুনিক প্রযুক্তি অবলম্বন করে কৃষিকাজে সফলতা অর্জন করছেন তিনি। আজ তাঁর সাফল্য লাখো মানুষের কাছে উদাহরণ হয়ে উঠেছে। তাকে অডি থেকে নেমে সবজি বিক্রি করতে দেখে সবাই একেবারে অবাক। জানা গিয়েছে সুজিত নামের ওই কৃষক এলাকায় বেশ জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়াতে একটি প্রোফাইলও রয়েছে যেখানে তিনি তার কৃষিকাজ সম্পর্কিত নানান ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে রাজকীয় স্টাইলে সুজিত একটি অডিতে বসে সবজি বিক্রি করতে আসেন। গাড়ি থেকে নেমে প্রথমে কাপড় পাল্টে তারপর জুতা খুলে গাড়িতে রাখেন। এরপর গাড়ি থেকে সবুজ শাকসবজি বের করেন। বিক্রি শুরু করেন। বাজারে আসা লোকজন তার কাছ থেকে সবজি কিনতে এলে সেলফিও তোলেন। সুজিত জানান, তার মতো অনেকেই জৈব চাষের মতো কৌশল ব্যবহার করে চাষে সফল হচ্ছেন।