Advertisment

একই জায়গা থেকে খাবার ভাগ করে খেয়ে সোশাল মিডিয়ায় 'হিরো' পুলিশ অফিসার

‘‘খাবারের প্যাকেট খোলার সময় ওই ব্যাক্তি ক্ষুধার্ত চোখ নিয়ে খাবারের দিকে তাকিয়ে ছিল। আমার মনে হয়েছিল তাঁর পেয়েছে। তখন তাঁকে খেতে ডাকি’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মানবিক কাজের জন্য স্টেট ডিরেক্টর জেনারেল অব পুলিশ লোকনাথ বেহরা অভিনন্দন জানিয়েছেন শ্রীজি়তকে।

সম্প্রতি হিরো সম্মানে সোশাল মিডিয়ায় পরিচিত পুলিশ অফিসার এস এস শ্রীজিত। বুধবার রাতে ‘স্টেট পুলিশ মিডিয়া সেন্টার কেরল’ ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে, অপরিচিত ক্ষুধার্তদের সঙ্গে খাবার ভাগ করে খাচ্ছেন ওই পুলিশ অফিসার। এই ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisment

বনধ চলছে এলাকায়। দোকান পাট সমস্ত কিছু বন্ধ। খাওয়ার দোকানও খোলা ছিল না বলে খবর। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একই জায়গা থেকে অপরিচিত ক্ষুধার্ত লোকটির জন্য খাবার ভাগ করে রাখছেন ওই পুলিশ। সেখান থেকে দু-মুঠো খাবার মুখে তুলছেন ওই ব্যক্তিটি। যা মন কেড়েছে নেট পাড়ার।

আরও পড়ুন:‘এমনই হোক ভালোবাসা’, স্বামীর কাণ্ডকারখানায় মন্তব্য সোশাল মিডিয়ার

ঘটনাটি গত সোমবার ঘটেছে তিরুঅনন্তপুরমের এলাকায়। মানবিক কাজের জন্য স্টেট ডিরেক্টর জেনারেল অব পুলিশ লোকনাথ বেহরা অভিনন্দন জানিয়েছেন শ্রীজি়তকে।

আরও পড়ুন: “দাদা’র থেকে এমনটা আশা করিনি”, ক্ষুব্ধ সোশাল মিডিয়া

এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শ্রীজিত জানিয়েছেন, ‘‘খাবারের প্যাকেট খোলার সময় ওই ব্যাক্তি ক্ষুধার্ত চোখ নিয়ে খাবারের দিকে তাকিয়ে ছিল। আমার মনে হয়েছিল তাঁর পেয়েছে। তখন তাঁকে খেতে ডাকি’’।

viral
Advertisment