গর্তের মধ্যে গিজ গিজ করছে কিং কোবরা, দেখলে শিউরে উঠবেন

এই ভয়ানক ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। আপনি দেখেছেন...

এই ভয়ানক ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। আপনি দেখেছেন...

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গর্তের মধ্যে কালো রঙের ওগুলো কী নড়ছে? কাছে এগিয়ে যায় এক সাপুড়ে। খানিকটা মাটি সরাতেই বোঝা যায় বিশালাকার কিং কোবরা। খানিক নাড়াচাড়ার পর দেখতে পাওয়া যায় সাপের মাথা। একটা নয় একাধিক সাপের মাথা। সব কটিই বিষধর কিং কোবরা। যাদের সাইজ প্রায় ৬ থেকে ৮ ফুট।

Advertisment

বহুক্ষণের চেষ্টায় একের পর এক কিং কোবরা বের করে আনা হয়। মাঝে এক সাপ ফণা তুলে ছোবল মারার চেষ্টাও করে। পালিয়ে যাওয়ারও চেষ্টা করে। ধরে ফলে সাপুড়ে।  এই ভয়ানক ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। আপনি দেখেছেন...

দেখুন ভিডিও...

viral