New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/feature-2.jpg)
'দেখ আলোয় আলোয় আকাশ দেখ আকাশ তারায় ভরা', হ্যাঁ, দীপাবলির রাতে ঠিক এরকমই থাকে কলকাতার আকাশ। কিন্তু আকাশপথ থেকে কলকাতা রাতের মানচিত্র ঠিক কেমন দেখতে লাগে? এই প্রশ্নের উত্তর দিল সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও।
Advertisment
ভিডিওটি শেয়ার করেছে বেঙ্গল রঞ্জি টিম নামের একটি ফেসবুক পেজ। জানা যাচ্ছে, দমদম এয়ারপোর্টে ল্যান্ড করার আগের মুহূর্তে বিমান থেকে তোলা হয় এই ভিডিও। তবে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে না আদৌ এটি কলকাতা কিনা?
আরও পড়ুন: ভাইরাল ভারতীয় ‘আয়রন ম্যান’! নেটিজেনদের মন জয় করলেন এই ফ্যান
অন্ধকারের মধ্যে টুনি লাইটের আলো, আতোশবাজি আলো, ফানুশের আলোয় ঝলমল করছে শহর। ভিডিওটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে জনপ্রিয় বাংলা ছবির গান। যা মন কেড়েছে শহরবাসীর। দীপাবলির রাত থেকে ভাইরাল হতে শুরু করেছে রাতের কলকাতার ভিডিও।
Advertisment