Advertisment

উদারতায় হৃদয় জয়, বৃদ্ধা ফলবিক্রেতার কাছে হাজির সাক্ষাৎ 'দেবতা', কাহিনী চমকে দেবে!

ভিডিও'র শেষে দেখা যায় বৃদ্ধার কাছে থেকে সব ফল কিনে তাকে ৩০০০ টাকা দেন ওই ব্যক্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
"viral video, man buys all fruits from elderly woman, ludhiana, punjab, trending",

ভিডিওটি দেখার পরে, সকলেই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ।

লুধিয়ানার বৃদ্ধা ফল বিক্রেতার পাশে পাঞ্জাবের এক ব্যক্তি। বৃদ্ধার কাছে থাকা ফলের সম্ভার কিনে নিয়ে কুর্নিশ আদায় করলেন সোশ্যাল মিডিয়ার। এই সংক্রান্ত ভিডিও ইন্টারনেটে শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। মানবিকতার অনন্য নির্দশন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বৃদ্ধাকে রাস্তার ধারে ফল বিক্রি করতে দেখা গাড়ি থামিয়ে বৃদ্ধার কাছ থেকে সব ফল কিনে নেন এক ব্যক্তি।

Advertisment

বৃদ্ধার কাছে কলা, কমলা ও আপেল ছিল। তাঁর জীবন সংগ্রামের গল্পে মুগ্ধ হয়ে বৃদ্ধার পাশে দাঁড়ান ওই ব্যক্তি। তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, তিনি কতদিন ধরে তিনি ফল বিক্রি করছেন? উত্তরে বৃদ্ধা জানালেন, তিন বছর ধরে তিনি এভাবেই রাস্তার ধারে ফল বিক্রি করছেন। বৃদ্ধা আরও জানিয়েছেন 'প্রতিদিন তিনি ১২ ঘন্টা সময় দেন দোকানে'। ওই ব্যক্তি এরপর প্রতিদিন বৃদ্ধার উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করলে বৃদ্ধা বলেন, 'মেরেকেটে প্রতিদিন ১০০ টাকা উপার্জন করেন তিনি'। এরপরই উদারতার পরিচয় দেন ওই ব্যক্তি।

ভিডিও'র শেষে দেখা যায় বৃদ্ধার কাছে থেকে সব ফল কিনে তাকে ৩০০০ টাকা দেন ওই ব্যক্তি। তিনি তাঁর পোস্টে লিখেছেন, 'বৃদ্ধাকে সরাসরি আর্থিকভাবে সাহায্য করার বদলে, আমি তাকে উত্সাহিত করতে চেয়েছিলাম। তাই, আমি তার কাছ থেকে সমস্ত ফল কেনার সিদ্ধান্ত নিই'। ভিডিওটি দেখার পরে, সকলেই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ। কমেন্টে এক ইউজার লিখেছেন, 'এই ভিডিও আমার চোখে জল এনে দিয়েছে'। অপর এক ইউজার লিখেছেন "আপনাকে আন্তরিকভাবে স্যালুট।"

Viral Video
Advertisment