New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/viral-feature-5.jpg)
খোলা সবুজ মাঠের মাঝে লতা মঙ্গেশকরের গাওয়া ‘দিল দিওয়ানা বিন সাজনাকে’ গানের তালে নাচতে দেখা যাচ্ছে তাঁদের।
ভিডিও বানিয়ে হরদম ভাইরাল হচ্ছেন বহু মানুষ। অবশ্যই সবটার পিছনে রয়েছে সোশাল মিডিয়া। সদ্য এমনই এক নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। নায়ক-নায়িকাদের ঢঙে রোমান্টিক গানের সঙ্গে নেচে কুঁদে তৈরি করেছে সেই ভিডিও। যা মন কেড়েছে নেট নাগরিকদের। উল্লেখ্য, সম্প্রতি ভিডিও স্ট্রিমিং-এর জামানায় এই ধরনের ভিডিয়ো নিয়ে উৎসাহও দেখাচ্ছে নেটদুনিয়া।
সলমন-ভাগ্যশ্রীর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র একটি প্রেমের গানে নেচেছে এই যুগল। ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা সবুজ মাঠের মাঝে লতা মঙ্গেশকরের গাওয়া ‘দিল দিওয়ানা বিন সাজনাকে’ গানের তালে নাচতে দেখা যাচ্ছে তাঁদের। পরনের সিনেমার ধাঁচে হলুদ পোশাকও পরেছেন তারা। হিট গানের সঙ্গে এই নাচ দেখতে উৎসাহী নেট নাগরিকদের হাতে সদ্য ভাইরাল এই ভিডিও।
দেখুন ভিডিও...
India and Bollywood ❤️ pic.twitter.com/7jK06boqPX
— Bhaiyyaji (@bhaiyyajispeaks) November 13, 2019