Advertisment

ভিডিও দেখে "খারাপ সময়ের মধ্যে এক অনাবিল তৃপ্তি" পাচ্ছে সোশাল মিডিয়া

এরপরই, অনেকেই কমেন্টে জানান, অনেকদিন পর আবার শুনলাম ভগবান বাবুর হাতে বেহালার সুর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ক্রল করলেই, করোনায় মৃতের সংখ্যা, বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের ক্ষতবিক্ষত ক্লান্ত শরীর, সঙ্গে আমফানের অত্যাচারের পোস্টে ভরে উঠেছে টাইমলাইন। চতুর্দিকে কান পাতালেই করোনার ঘায়ে কাতর আর্তনাদ পৌঁছাচ্ছে মানুষের কানে। এরই মাঝে ভাইরাল এক ষাটোর্ধ শিল্পী। নাম করা তারকার তালিকায় তিনি পরেন না। জানা গিয়েছে, নিজেকে সেই স্তরে নিয়ে যেতে চাননি কখনও। কিন্তু তিনি পরিচিত মালদাবাসীর কাছে। নাম ভগবান সাউ। রাস্তায় রাস্তায় বেহালা বাজান তিনি। এলাকার মানুষ দাঁড়িয়ে ঘিরে ধরে তাঁকে। অনুরোধ জানালে তিনি সেই পছন্দসই গানের সুর বাজিয়ে শোনান।

Advertisment

বেহালা বাজানোর সময় ভিডিওটি রেকর্ড করেছেন সুতোনুকা আচার্য নামের এক ফেসবুক ইউজার। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল নেটপাড়ার হাতে। সুতোনুকা দেবী ভিডিওটি শেয়ার করার সঙ্গে জানিয়েছেন, "খুব খারাপ সময়ের মধ্যে এক অনাবিল তৃপ্তি পেলাম। যতটুকু মনে পড়ছে ওঁনার নাম ভগবান সাউ। কোনো বড় অনুষ্ঠানে ডাকলেও যান না, এরকম ভাবে রাস্তায় রাস্তায় বেহালা বাজান। কোনো কিছুর আশায় বাজান না। নিজের ভালোবাসা থেকে বাজান। ভিডিওটি খুব ভালোভাবে করতে পারিনি, নিজে শুনতে এতো মশগুল হয়ে পড়েছিলাম তাই।"

এরপরই, অনেকেই কমেন্টে জানান, অনেকদিন পর আবার শুনলাম ভগবান বাবুর হাতে বেহালার সুর।

দেখুন ভাইরাল ভিডিও...

viral viral news
Advertisment