New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-158.jpg)
দক্ষতায় অবাক নেটপাড়া।
চলে এসেছে উৎসবের মরশুম। এই সময়ে সকলেই কেনাকাটিতে ব্যস্ত। বিক্রেতাও তাদের নানান আকর্ষনীয় কালেকশন দিয়ে গ্রাহককের মন জয় করতে চাইছে। ফ্যাশনের ক্ষেত্রে, শাড়ি হল আধুকনিতা ও ঐতিহ্যের এক মেলবন্ধন।
অনেক মহিলাই আছেন উৎসবের এই বিশেষ মরশুমে নিজেকে শাড়িতেই মেলে ধরতে পছন্দ করেন। আবার অনেকে শাড়ি পরার ঝক্কি এড়াতে জিন্স-টপেই ভরসা রাখেন। তবে যাদের কাছে শাড়ি পরা রীতিমত চ্যালেঞ্জ তারা আজকের এই ভিডিও দেখে অবাক হয়ে যাবেন। এক মিনিটেরও কম সময়ে শাড়ি পরার এক সেরা কৌশল দেখিয়ে ভাইরাল এই শাড়ি বিক্রেতা।
@mondayswithmohan ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে শাড়ি পরার এই ভিডিও শেয়ার করা হয়েছে। এক লাখের বেশি লাইক অর্জন করেছেন এই ভিডিও। সকলেই লোকটির ব্যতিক্রমী বিক্রয় দক্ষতার প্রশংসা করেছেন, অন্যরা শাড়ি পরার ক্ষেত্রে তার দক্ষতা দেখে বিস্মিত হয়েছেন।