scorecardresearch

ভূমিষ্ঠ হয়েই মা’কে চুম্বন! আঁকড়ে ধরে ভালবাসার প্রকাশ, মা-সন্তানের মিষ্টি রসায়ন ভাইরাল

এই মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা।

Newborn video, newborn hugs mother, newborn baby hugs mother, baby cute video, ajabgajab, latest news, twitter viral video, twitter video, cute baby video, Viral Video, Video Viral, Viral news, Off Beat News, न्यूज़ नेशन, news nation, news nation live tv, news nation live, news nation videos"
মা-সন্তানের মিষ্টি রসায়ন ভাইরাল

মা, মা’ই হয়! সন্তানের জন্য শুধুমাত্র এই শব্দটিই যথেষ্ট, যত সমস্যাই আসুক না কেন, সন্তানকে বুকে আগলে রাখেন মা। মায়ের কোলেই রয়েছে অপার তৃপ্তি। শিশুরা যেখানে নিশ্চিন্তে ঘুমাতে পারে। মায়ের কোলকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করে সন্তানরা। মা ও সন্তানের এই সুন্দর সম্পর্কের আরও একটি উদাহরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সদ্য ভূমিষ্ঠ হয়েই মাকে জড়িয়ে ধরে রয়েছে এক নবজাতক। যেন এই মুহুর্তটির জন্য বহু জন্ম ধরে অপেক্ষা করছে সে। মা ও শিশুর মিলনের এমন সুন্দর একটি ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওটি সকলের হৃদয় স্পর্শ করেছে পাশাপাশি নেটিজেনদের আবেগপ্রবণ করে তুলেছে। মা ও সন্তানের রসায়নের এক অনন্য মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। এই মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা।

এই ভিডিওতে দেখা যায় যে সদ্যজাত সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই তিনি তার মাকে জড়িয়ে ধরে নিজের ভালবাসা প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শিশুটি তার মাকে আঁকড়ে ধরে আছে। দেখে মনে হচ্ছে এই শিশুটি তার মাকে ছেড়ে যেতেই চাইছে না। শিশুটি তার মাকে পুরো ২২ সেকেন্ড আঁকড়ে ধরে ছিল।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Viral video new born baby hold tight mother after birth