New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/viral-1.jpg)
একেই বলে পশু প্রেম? ঘরে লক্ষ্মী এসেছে, তাই দুধে আলতায় পা দিয়ে সাদা কাপড়ে সেই ছাপ ফেলতে ফেলতে বাড়ির নতুন সদস্য কে বরণ করে নিচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা।
Advertisment
দু মাসের একটি কুকুরের বাচ্চাকে বাড়িতে নিয়ে আসে। এরপর ভারতীয় সংস্কৃতি মেনে তাকে ঘরে ঢোকায় তাঁরা। যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, থালা নিয়ে বরণ করা হচ্ছে কুকুরের বাচ্চাটিকে। টিকা লাগিয়ে তাকে বাড়ির সদস্য হিসেবে গ্রহণ করছে গুরুজনরা। রুমালে তার ছোট্ট পায়ের ছাপ নিয়ে রাখে তাঁরা।
@riyap00
@riyap00
Advertisment
@riyap00
ঘটনা মন কেড়েছে নেট নাগরিকদের। টিকটকের ভিডিও তে বরণ করার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কাভি খুশি কাভি গাম ছবির গান। প্রায় ১.৭ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটির। নতুন সদস্যের নাম রেখেছে বেঞ্জি প্যাটেল।