Advertisment

৬০ লাখি গাড়ি চেপে চা বিক্রি, ঘুম উড়েছে নেটিজেনদের

নিজেদের ইন্সটা হ্যান্ডেলে চায়ের স্টলের ভিডিও শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tea stall in car, Tea shop, lakh Rs, Audi, audi car, Audi Chaiwala, mumbai Tea shop, Audi video viral, Viral Video, Trending Video, audi tea seller, video of tea vendor, 60 lakh car audi pe chai bechta hai shakhs, odd news, viral On Internet, Weird news, strange news, bizarre news, bizarre story, amazing news, strange news, interesting news, viral news, trending news, viral, trending

সোশ্যাল মিডিয়ার যুগে এমন অনেক বিষয়ই সামনে আসে যা দেখে নিজের চোখকেও ঠিকমত বিশ্বাস করা যায় না। তেমনই এক ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। ৬০ লাখি গাড়ি চড়ে এসে চা বিক্রি করেন এক যুবক। আর এই যুবকের কাহিনী সোশ্যাল; মিডিয়ায় রীতিমত শোরগোল ফেলেছে।

Advertisment

এমবিএ চাইওয়ালার গল্প আমাদের সকলেরই জানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এক চা বিক্রেতার কাহিনী, যিনি ৬০ লাখ টাকা দামের গাড়িতে করে এসে রাস্তার ধারে এসে চা বিক্রি করেন। তার এই স্টাইল দেখে চমকে উঠেছেন সকলেই। তবে উপার্জনের জন্য নয় স্রেফ শখের বশেই খুলেছেন চায়ের এই বিপনী।

মুম্বই থেকে দুই যুবক চা বিক্রি করতে হ্যান্ডকার্ট বা অটোতে নয় একটি অডি গাড়িতে চেপে আসেন। তারা লোখান্ডওয়ালায় গিয়ে চায়ের স্টল বসিয়েছে্ন। জানা গিয়েছে ২ যুবকের নাম অমিত কাশ্যপ এবং মান্নু শর্মা। নিজেদের ইন্সটা হ্যান্ডেলে চায়ের স্টলের ভিডিও শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে অডি গাড়িটির দাম ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। সেলিব্রিটিরাও তার স্টলে চা খেতে আসেন।

Viral Video
Advertisment