Advertisment

নারকেলের মালায় তৈরি সুস্বাদু চা, খেয়ে দেখেছেন কখনও?

ভিডিও দেখে হাসির রোল

author-image
IE Bangla Web Desk
New Update
viral,Video,chai,coconut shell,Instagram

চায়ের প্রতি ভারতীয়দের প্রেম সকলেরই জানা। সকাল হোক, বিকেল অথবা সন্ধ্যা, এক কাপ গরম চা নিমেষেই বদলে দিতে পারে আপনার মুড। বর্তমানে লিকার আর দুধ চা ছাড়াও চোকোলেট টি, মালাই চা ইত্যাদি নানান চায়ের রেসিপির কথা আমাদের সকলেরই জানা। কিন্তু নারকেলের মালায় তৈরি অভিনব চা কি কখনও কী টেস্ট করে দেখেছেন? সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে নারকেলের মালায় চা তৈরি করছেন এক মহিলা। ইন্টারনেট ব্যবহারকারীরা চা তৈরির এই অনন্য উপায়ে মুগ্ধ হয়েছেন

Advertisment

নারকেলের শাঁস আর জলে উপকারও প্রচুর। নারকেলের মালাও ফেলনা নয় মোটেই। গৃহস্থালির অনেক কাজে লাগে। এমনকী নারকেলের ছোবড়াও জ্বালানি থেকে তোষক তৈরিতে ব্যবহার হয়। এবার সামনে এল নারকেলের মালা দিয়ে তৈরি করা এক চায়ের ভিডিও। আর এই ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

কবিতা রাই নামের এক ইনস্টাগ্রামার মাঝে মাঝেই বিভিন্ন রান্নার ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে দেখা যায় প্রথমে নারকেলের মালাটি গ্যাসের ওভেন এ বসিয়ে চা তৈরি শুরু করেন কবিতা। তারপরে চা তৈরি করতে দুধ, চিনি, চা পাতার পাতা, আদা এবং এলাচের গুঁড়ার মতো উপাদান যোগ করেন ওই মালার মধ্যেই। ভিডিও দেখে হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে। ভাইরাল ভিডিওটি 'easycookingwithkavita' নামে একটি ইনস্টাগ্রাম পেজ শেয়ার করেছে। ক্লিপটিতে, আমরা দেখতে পাচ্ছি এক মহিলা নারকেলের মালায় জল, আদা, দুধ, চা পাতা, এলাচ গুঁড়া এবং চিনি দিয়ে চা তৈরি করছেন। ভিডিওটির ক্যাপশনে  লেখা আছে, "নারকেল চা।"

ভাইরাল ভিডিওটি এখানে দেখুন:

আপলোড করার পর থেকে, ভিডিওটি ৪৭.২ মিলিয়নেরও বেশি ভিউ, ৯ লক্ষ লাইক সংগ্রহ করেছে৷ যদিও কিছু মানুষ এমন চা তৈরির এই অনন্য উপায়ে মুগ্ধ হয়েছেন, অন্যরা যুক্তি দিয়েছিল যে এইভাবে চা তৈরি করা ঝুঁকিপূর্ণ।

Viral Video Trending News
Advertisment