New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/SAVE_20200801_165951.jpg)
চিতাটি কামড় দেওয়ার চেষ্টা করতে থাকে। আরও বেশ কিছুক্ষণ এভাবেই লড়াই চালিয়ে যায় দুই প্রাণী। হঠাৎ ভিডিও ক্লিপ শেষ হয়ে যায়।
সজারুর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে চিতাবাঘ। আর সেই লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই তা ভাইরাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সম্মুখ সমরে চিতা আর সজারু।
২৫ মিনিটের সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, চিতাটি প্রথমে উত্যক্ত করতে থাকে সজারুকে। চিতাটি থাবা দিয়ে ঠেলতে থাকে সজারুকে। আকারে ছোট হলেও সহজে লড়াইয়ে হাল ছেড়ে দেওয়ার পক্ষপাতী ছিল না সজারুটিও।
তাকে দেখা যায় কাটা দিয়ে পাল্টা প্রতিপক্ষকে আঘাত করার প্রচেষ্টা করতে। এরপর চিতাটি কামড় দেওয়ার চেষ্টা করতে থাকে। আরও বেশ কিছুক্ষণ এভাবেই লড়াই চালিয়ে যায় দুই প্রাণী। হঠাৎ ভিডিও ক্লিপ শেষ হয়ে যাওয়ায় স্পষ্ট নয়, শেষ হাসি কে হাসল, তা নিয়ে।
Every Living organism will hav some Defence Mechanism, Watch Porcupine here @dfoatp @drqayumiitk @NaturelsLit @Iearnsomethlng @RandeepHooda #wildlife #selfdefense #forest #wildanimal pic.twitter.com/AGJtDWKpkz
— Jagan Singh IFS (@IfsJagan) July 31, 2020
Beautiful ❣️ every creature has its own uniqueness ????
— Arrowhead ???????????? (@TigerKing28) July 31, 2020
Even though the procupines have the defence mechanism, human beings are like monster who hunt them for their meat and use their quills.
— dusky krystal (@dawnaurora12) August 1, 2020
Porcupines & Cheetah
— Suv De (@Suv__De) July 31, 2020
Young cat
— Merci Merci Me (@OneMarzian) August 1, 2020
এমন দুরন্ত ভিডিওটি শেয়ার করেছেন বনবিভাগের আধিকারিক জগন সিং। তিনি ক্যাপশনে লেখেন, "প্রতিটি প্রাণীরই আত্মরক্ষার মেকানিজম থাকে।"
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলে দিয়েছে। নেটিজেনরাও নিজেদের বক্তব্য প্রকাশ করতে থাকেন কমেন্ট সেকশনে। একজন ইউজার লেখেন, "সজারুর রক্ষনাত্মক উপায় থাকলেও মানুষ আসলে সাক্ষাৎ দৈত্য। যারা এদেরকে খুঁজে শিকার করে মাংসের জন্য।"