আগুনে দিব্যি দাঁড়িয়ে মুরগি, ভিডিও ভাইরাল হতেই হৈ-হৈ কাণ্ড

কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।

কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Latest Viral Video, News Nation Viral Video, Viral Video, Trending Viral Video, Viral News in Hindi, Viral Video Clip, Viral Video News, cock video, viral cock flame video,

সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে খুব কম ভিডিও মানুষের নজর কাড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। ভিডিও দেখার পর সকলেই একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। ভিডিওটি সকলকে ভাবিয়ে তুলতে বাধ্য করেছে কীভাবে আগুনের মধ্যে দিব্যি দাঁড়িয়ে রয়েছে মুরগিটি।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি মুরগি গ্যাসের ওভেনের ওপর দাঁড়িয়ে রয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা। মুরগিটি আগুনের শিখায় এতটুকুও বিব্রত না হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকেই ভিডিওটিকে এডিটেড ভিডিও বলে উল্লেখ করেছেন।

Advertisment

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীদের প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে এই ভিডিওটি এডিট করা হয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, বেচারা নিজেই নিজেকেই রান্না করতে এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে এটি রান্নার পর নিজে নিজে মানুষের প্লেটে চলে যাবে,

Viral Video