New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_c1dbd1.jpg)
বাঘকে চোখের সামনে দেখে মুহূর্তে বেড়ে গেল হৃদস্পন্দন, রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সম্প্রতি বন্যপ্রাণী ফটোগ্রাফারের একটি ভিডিও রকেট গতিতে ভাইরাল হয়েছে।
বাঘকে চোখের সামনে দেখে মুহূর্তে বেড়ে গেল হৃদস্পন্দন, রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
জঙ্গল সাফারির সময় গাড়ির 'বনেটে' বসে ছিলেন এক ব্যক্তি। হঠাৎ করে হাজির বাঘ! মুহূর্তে বেড়ে গেল হৃদস্পন্দন। রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ওয়াইল্ড লাইফ নিয়ে নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হয়। বন্যজীবন খুবই আকর্ষণীয়। তবে জঙ্গল সাফারির বেশ কিছু নিয়ম-কানুন আছে। সম্প্রতি বন্যপ্রাণী ফটোগ্রাফারের একটি ভিডিও রকেট গতিতে ভাইরাল হয়েছে। বন্য প্রাণীদের কিছু ছবি ক্লিক করতে জঙ্গল সাফারিতে গিয়ে চোখের সামনে বাঘকে দেখে গায়ে কাঁটা দিয়ে উঠে ফটোগ্রাফারের।
ভিডিওতে দেখা যাচ্ছে ফটোগ্রাফার জঙ্গল সাফারি উপভোগ করছিলেন। হঠাৎ তার সামনে একটি বাঘ উপস্থিত হলে তার হৃদস্পন্দন বেড়ে যায়। শুধু তাই নয়, বাঘটি মনোযোগ দিয়ে ফটোগ্রাফারের দিকে তাকিয়ে থাকে এবং তার খুব কাছে চলে আসে। কী হল তারপর? চোখ বন্ধ করে শান্ত ভাবে ওই ফটোগ্রাফারকে বসে থাকতে দেখা যায়।
What would you do in this situation?😨 pic.twitter.com/ozKIbAPlzd
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 16, 2024
এই ভিডিওটি এখন পর্যন্ত ৯.৭ মিলিয়ন ভিউজ হয়েছে। অনেক ব্যবহারকারী এই পোস্টে মন্তব্যও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- এই অবস্থার মধ্যে আমি থাকলে আমার হার্ট অ্যাটাক হত।