New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-38.jpg)
গরু ও কেউটের এমন বন্ধুত্ব কেউ আগে কখনও দেখেন নি! ভাইরাল হচ্ছে অনন্য ভিডিও
ভিডিওতে দেখা যাচ্ছে, গরু ও সাপ একে অপরের সঙ্গে খেলায় মত্ত।
গরু ও কেউটের এমন বন্ধুত্ব কেউ আগে কখনও দেখেন নি! ভাইরাল হচ্ছে অনন্য ভিডিও
গরু ও কেউটের এমন বন্ধুত্ব কেউ আগে কখনও দেখেন নি! ভাইরাল হচ্ছে অনন্য ভিডিও… সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে গরু ও সাপের এক অনন্য ভিডিও। ভিডিওতে গরু ও কেউটেকে একসঙ্গে খেলতে দেখা যাচ্ছে। মুহুর্তেই ক্যামেরায় বন্দী এই বিরল ঘটনা। শেয়ার করা মাত্রই রাতারাতি ভাইরাল হয়ে যায় এই ভিডিও। আসলে ভিডিওতে একটি বিষধর কেউটে সাপকে গরুর সঙ্গে খেলা করতে দেখা যায়। এই অদ্ভুত আকর্ষণীয় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যদিও ভিডিওটি কোথাকার তা এখনও জানা যায়নি, আপনিও একবার এই অনন্য ভিডিওটি দেখুন…
আসলে সোশ্যাল মিডিয়ায় নানান অদ্ভুত ছবি সামনে আসে। কখনও মেট্রোতে নাচার ভিডিও তো কখনও অনুপ্রেরণার নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সাপ নিজেই খুব বিপজ্জনক। সকলেই সাপের থেকে এককদম দূরে থাকাকেই শ্রেয় বলে মনে করেন। যেখানে গরু একটি নিরীহ প্রাণী, ভিডিওতে এই দুটি প্রাণী একে অপরের কাছাকাছি খুনসুটিতে মেতে ঊঠতে দেখা যাচ্ছে।
এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় বন আধিকারিক অফিসার সুশান্ত নন্দা।
Difficult to explain. The trust gained through pure love 💕 pic.twitter.com/61NFsSBRLS
— Susanta Nanda (@susantananda3) August 3, 2023
মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে সাপ আর গরুর নিখাদ বন্ধুত্ব। ভিডিওতে দেখা যাচ্ছে, গরু ও সাপ একে অপরের সঙ্গে খেলায় মত্ত। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। গত ১৫ ঘণ্টায় তিন লাখের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে এ নিয়ে বিভিন্নভাবে মন্তব্যও করছেন মানুষজন।