New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/IMG_20200802_090838_copy_759x422.jpg)
গম ক্ষেতের এই বৃত্তাকার প্যাটার্ন নিয়ে ইতিমধ্যেই অনেকে একাধিক থিওরিও খাড়া করে ফেলেছেন। অনেকে বিশ্বাস করছেন, মানুষের তৈরি এই কাজ হতেই পারে না। ভিনগ্রহীদের দিকেই ইঙ্গিত তাঁদের।
গমের খেতে হঠাৎই ফুটে উঠেছে প্রকান্ড এক চিহ্ন। গমের ক্ষেতের ঠিক মাঝ বরাবর গোলাকার এই চিহ্ন উপর থেকে দেখলে সঠিকভাবে পরিস্ফুট হয়। কিন্তু হঠাৎ এমন নিখুঁত জ্যামিতিক প্যাটার্নের চিত্র কে ফুটিয়ে তুলল, তা নিয়েই কৌতূহল ক্রমশ গাঢ় হয়েছে জার্মানির ছোট শহর পেইলে। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে লোকের আনাগোনা শুরু হয়েছে সেই ক্ষেতকে চাক্ষুস করার জন্য।
এই নিয়ে নিজেদের একটি ভিডিও স্টোরি প্রকাশ করেছে সংবাদসংস্থা রয়টার্স-ও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অনেকটা উপর থেকে স্পষ্ট হচ্ছে গম ক্ষেতের সেই জ্যামিতিক প্যাটার্ন।
A bizarre crop circle appeared suddenly in this wheat field in Germany, triggering the curiosity of locals and tourists alike pic.twitter.com/B6HDcFLg0X
— Reuters (@Reuters) July 31, 2020
It’s aliens duh
— Aunt Eefa (@UniteWhatsRight) July 31, 2020
By suddenly you mean the guy that took 6 hours to make this during the night...gotcha!
— Jim Craig (@JimCraigsLegacy) July 31, 2020
I am going to explain it:
1- A group of humans make a plan (probably drawing the shape on a sheet of paper first).
2- They choose a wheat field.
3- They cut the shape as they planned.
I know, I know. Genius. pic.twitter.com/UbJtC076aj
— GranPapaSmurf (@GranPapaSmurf) July 31, 2020
Oh, come on, @Reuters ! We're not so bad off, are we? These "energy" theories have been debunked so many times. It's people with tractors and measuring lines... or, as @Wikipedia says "all crop circles are consistent with human causation." pic.twitter.com/l90Noc7Yr0
— Sharon Stewart (@sharonrstewart) July 31, 2020
জার্মানির মিউনিখ থেকে আসা এক পর্যটক রেইনার বার্টসক জানিয়েছেন, "পুরো বিষয়টাই অদ্ভুত, ব্যাখ্যাতীত। কেউই সঠিকভাবে বলতে পারছে না কীভাবে এটা ঘটল। একবিংশ শতকে যখন সব কিছুরই ব্যাখ্যা থাকে, তখন এই বিষয় অনেক খুঁজেও কেউ কিছু বলতে পারছেন না।"
আরও পড়ুন
কামড়ালেও বোঝা যাবে না, মৃত্যু ঘটবে নিঃশব্দে, গ্রামে-গঞ্জের এই সাপ চিনুন
গম ক্ষেতের এই বৃত্তাকার প্যাটার্ন নিয়ে ইতিমধ্যেই অনেকে একাধিক থিওরিও খাড়া করে ফেলেছেন। অনেকে বিশ্বাস করছেন, মানুষের তৈরি এই কাজ হতেই পারে না। ভিনগ্রহীদের দিকেই ইঙ্গিত তাঁদের। পাশাপাশি অনেকে আবার বিশ্বাস করছেন গমের ক্ষেতের উপর দিয়ে জোরে বাতাস বয়ে যাওয়ার কারনে এমনটা ঘটতে পারে। বেশ কিছু অত্যুৎসাহী মনে করছেন, এনার্জি ফিল্ডের চৌম্বক শক্তির প্রভাবে এমনটা হয়ে থাকতে পারে।