Advertisment

অশ্লীলতার সীমা ছাড়িয়ে একি কাণ্ড ঘটালেন ডোনাল্ড ট্রাম্প! ভিডিও ভাইরাল হতেই ছিঃ ছিঃ করছে নেটপাড়া

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video,Donald Trump Video,Donald Trump Sign Autograph On Woman Top,Trump Viral Video"

তরুণী ট্রাম্পের অটোগ্রাফ দাবি করেন। ডোনাল্ড ট্রাম্পও তাকে নিরাশ করেননি

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই কোন না কোন কারণে সংবাদ শিরোনামে থাকেন। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গলফ খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এখন আবার সোশ্যাল মিডিয়ায় শিরোনামে ডোনাল্ড ট্রাম্প। তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে তাকে এক মহিলার টপে অটোগ্রাফ দিতে দেখা যায়।  ভিডিওটি একটি রেস্তোরাঁর বলে মনে হচ্ছে এবং মহিলার ইচ্ছা মেটাতেই তিনি তার টপের ওপর অটোগ্রাফ দেন।  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। বরাবরের মতো, নেটিজেনরাও এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি রেস্তোরাঁয় তার সমর্থকরা ঘিরে রেখেছেন। এসময় এক সুন্দরী তরুণী ট্রাম্পের অটোগ্রাফ দাবি করেন।  ডোনাল্ড ট্রাম্পও তাকে নিরাশ করেননি এবং ‘ট্যাঙ্ক টপে’ অটোগ্রাফ দিয়েছেন। এরপর তিনি ওই তরুণীর হাতে অটোগ্রাফ দেন। ট্রাম্পের সমর্থকরা তার এই স্টাইলটি দারুণ পছন্দ করেছেন এবং উল্লাসে মেতে উঠতে দেখা গিয়েছে তাদের। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাম্পকেও পিৎজা বিলি করতেও দেখা যাচ্ছে। এই ভিডিওটি @SkyNews এর X হ্যান্ডেলে (আগের টুইটার) আপলোড করেছে।

ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচার চলাকালীন  এক রেস্তোরাঁয় যান  ডোনাল্ড ট্রাম্প। যেখানে ইতিমধ্যেই তার সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। এ সময় তিনি অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি ভক্তদের পিজ্জাও বিলি করেন। ট্রাম্প এখানে একটি সমাবেশে ভাষণও দেন।

গত মাসে, নির্বাচন জালিয়াতির মামলায় আটলান্টা জেলে আত্মসমর্পণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ২০ মিনিট পরে, তিনি $200,000 এর বিনিময়ে জামিনে জামিন পান।

viral
Advertisment