Advertisment

তরতরিয়ে পাঁচিলের দেওয়াল বেয়ে সোজা ছাদে! 'স্পাইডারম্যান'কেও হার মানাবে এই মেয়ে

ভিডিওটি শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Girl Climbed on Wall, Viral Video of Girl Climbed on Wall, girl quikly climbed on wall, girl climbed on wall like spider man, spider man, spider man stunt, girl performed spider man like stunt, deewar pe chadhi bacchi,

তরতরিয়ে দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে একরত্তি এক মেয়ে। এমন কাণ্ডে শোরগোল নেটপাড়ায়। ভিডিও ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ সকলের।

Advertisment

ঠিক যেন স্পাইডারম্যান! অবিকল সেভাবেই পাঁচিলের দেওয়াল বেয়ে ওপরে উঠে এল এক কিশোরী। ইতিমধ্যেই তার এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখতে উপচে পড়া ভিড়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সরু পাঁচিলের মাঝে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি। এখানে দাঁড়িয়ে সে এক ঝটকায় উপরের দিকে উঠে যায় এবং দ্রুত বাড়ির ছাদে পৌঁছে যায় মেয়েটি। তারপর সে একই ভাবে স্বাচ্ছন্দ্যে সেখান থেকে নেমে আসে। তার এই আজব স্টান্ট দেখে সকলেই অবাক। ভাইরাল হচ্ছে এই স্টান্ট গার্লের ভিডিও।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। মেয়েটির প্রতিভা ও শক্তির প্রশংসা করেছেন হাজার হাজার মানুষ।

viral
Advertisment