scorecardresearch

ভয়ের চিহ্নটুকু নেই! একরত্তির শরীরে দাপিয়ে বেড়াচ্ছে বিষাক্ত মাকড়সা

খুব কিউট বন্ডিং দেখা যাচ্ছে দুজনের মধ্যে।

viral news, viral video, viral photo, viral, spider, spider video, spider,

পোষ্য হিসাবে সাধারণ ভাবে মানুষজন কুকুর, বিড়াল, খরগোশ, পাখি বাড়িতে পুষে থাকেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন বিশালাকার এক মাকড়সাকে আপনি পোষ মানাবেন? বেশিরভাগ মানুষ এমন চিন্তা কস্মিনকালেও ভাবেন নি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক হাড়হিম করা ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে পিলে চমকে উঠেছেন সকলেই। ভয়ঙ্কর এক মাকড়সার সঙ্গেই নিজের বন্ধুত্ব গড়ে তুলেছে একটি ছোট মেয়ে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে ছোট মেয়ের পিঠ বেয়ে উঠছে একটি বড় মাকড়সা। আশ্চর্যের বিষয় হল একটি নয়, দুটি মাকড়সা হামাগুড়ি দিচ্ছে মেয়েটির গায়ে। মেয়েটির মধ্যে ভয়ের কোন লেশমাত্র নেই।

সত্যিই একটি বিস্ময়কর মুহূর্ত যা আপনি ভিডিওতে দেখছেন। এই ভিডিওটি একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন। টুইটার ব্যবহারকারীরাও ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, খুব কিউট বন্ডিং দেখা যাচ্ছে দুজনের মধ্যে। অপর এক ইউজার লিখেছেন, ভিডিওটি নিজেই অবাক করার মতো।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Viral video of girl having fun with spider