সাবান মাখিয়ে স্নান কিং কোবরাকে! দেখলে আঁতকে উঠবেন

কখনই সম্ভব নয়, ভালোবাসা দিয়ে বসে নিয়ে এসেছেন কিং কোবরাকে। দেখে নিন ভিডিওটি...

কখনই সম্ভব নয়, ভালোবাসা দিয়ে বসে নিয়ে এসেছেন কিং কোবরাকে। দেখে নিন ভিডিওটি...

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভিডিওটি দেখলে গা শিউরে উঠতে পারে আপনার৷ সম্প্রতি ভাইরালও হয়েছে ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে, আদর যত্ন করে পোষ্য কিং কোবরাকে স্নান করিয়ে দিচ্ছেন মালিক ৷ পোষ্যের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। তাঁকে রীতিমত সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে স্নান করিয়ে দিচ্ছেন ঐ ব্যক্তি৷ কখনই যা সম্ভব নয়, ভালোবাসা দিয়ে বসে নিয়ে এসেছেন কিং কোবরাকে। দেখে নিন হাড়হিম করা সেই ভিডিওটি...

Advertisment

publive-image রোদ পোহাতে নিয়ে গেছে কিং কোবরাকে

ভিডিও দেখে মনে হতেই পারে সাপটির বিষ দাঁত নেই। একদমই তা নয়, ঐ ব্যক্তি দেখিয়ে দেন  বিষধর সাপের বিষ দাঁত।

Advertisment

স্নানের পর কিং কোবরাকে কোলে করে নিয়ে যান রোদে। বলাই যায়, এমন বিরল দৃশ্য দেখা যায় না। তাই সোশাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হওয়া মাত্রই বুলেটের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

viral