/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-70.jpg)
রাতারাতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে সকলের সামনে সেরা জাহির করতে স্টান্টের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই স্টান্টের একাধিক ভিডিও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তবে সম্প্রতি একটি ছোট ছেলের স্টান্ট ভিডিও সকলকেই অবাক করেছে। তার ফিটনেস দেখে একেবারে থ নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ৮-৯ বছরের একটি ছেলে অসাধারণ স্টান্ট করছে। ছেলেটি ফ্লোরিডার বাসিন্দা। তার বাড়ির বাগানে তার বাবার তৈরি সেটআপে এক নিঃশ্বাসে স্টান্ট করছে, যা দেখে তাক লাগতে বাধ্য। দৌড়ানো থেকে শুরু করে জাম্পিং, পুরো সেটআপটি অতিক্রম করতে সক্ষম হয় অসাধারণ দক্ষতার সঙ্গে।
ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে জানা গিয়েছে ছেলেটির নাম ইস্টন এবং তার বাবা তার এই ভিডিও আপলোড করেছেন। অল্প বয়সে, এই বাচ্চাটি একাধিক পারফরম্যান্স প্রদর্শন করে এবং তার প্রতিভা যে কাউকে চমকে দিতে বাধ্য। এখন পর্যন্ত ১কোটি ৭০লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন, যখন ১০ লাখ মানুষ এটি পছন্দ করেছেন। মন্তব্য বিভাগে প্রশংসার ঝড়।