অসাধারণ দক্ষতা তাক লাগাতে বাধ্য, ছোট বয়সের সেরা প্রতিভা ভাইরাল হতেই কোটি কোটি ভিউ

ভাইরাল হওয়া ভিডিওতে ৮-৯ বছরের একটি ছেলে অসাধারণ স্টান্ট প্রদর্শন করছে।

ভাইরাল হওয়া ভিডিওতে ৮-৯ বছরের একটি ছেলে অসাধারণ স্টান্ট প্রদর্শন করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral video of little boy,little boy showing tough stunts, Little Boy Showing Stunt, Viral video of little boy, video of little boy performing stunt, amazing stunt video, little ninja video, viral video, trending video, little boy exercise video, odd news, strange news, weird news, viral on internet, ajab gajab, offbeat news, ajeebogarib, khabar hatke, zara hatke news, bizarre news, trending news

রাতারাতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে সকলের সামনে সেরা জাহির করতে স্টান্টের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই স্টান্টের একাধিক ভিডিও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তবে সম্প্রতি একটি ছোট ছেলের স্টান্ট ভিডিও সকলকেই অবাক করেছে। তার ফিটনেস দেখে একেবারে থ নেটিজেনরা।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ৮-৯ বছরের একটি ছেলে অসাধারণ স্টান্ট করছে। ছেলেটি ফ্লোরিডার বাসিন্দা। তার বাড়ির বাগানে তার বাবার তৈরি সেটআপে এক নিঃশ্বাসে স্টান্ট করছে, যা দেখে তাক লাগতে বাধ্য। দৌড়ানো থেকে শুরু করে জাম্পিং, পুরো সেটআপটি অতিক্রম করতে সক্ষম হয় অসাধারণ দক্ষতার সঙ্গে।

Advertisment

ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে জানা গিয়েছে ছেলেটির নাম ইস্টন এবং তার বাবা তার এই ভিডিও আপলোড করেছেন। অল্প বয়সে, এই বাচ্চাটি একাধিক পারফরম্যান্স প্রদর্শন করে এবং তার প্রতিভা যে কাউকে চমকে দিতে বাধ্য। এখন পর্যন্ত ১কোটি ৭০লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন, যখন ১০ লাখ মানুষ এটি পছন্দ করেছেন। মন্তব্য বিভাগে প্রশংসার ঝড়।  

Viral Video