চমকে দেওয়ার মত গানের গলা, ভিকি কৌশলের গানে আসর মাত করলেন পুলিশকর্মী

পুলিশ কর্মীর গানের গলার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

পুলিশ কর্মীর গানের গলার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
policeman singing song, policeman singing song, tu hai to mujhe phir aur kya chahiye, policeman singing vicky kaushal song, vicky kaushal viral song, Policeman Singing Video, Viral video, Trending Video, odd news, viral On Internet, Weird news, strange news, bizarre news, bizarre story, amazing news, strange news, interesting news, viral news, trending news, viral, trending, ajeebogarib, hatke news, ajab gajab, zara hatke, khabar hatke

সুরেলা কণ্ঠে ভিকি কৌশল এবং সারা আলি খানের জনপ্রিয় চলচিত্রের গান গেয়ে মুহুর্তে নেটিজেনদের মন জয় করলেন এক পুলিশকর্মী। তার এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। সকলেই পুলিশ কর্মীর গানের গলার প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হলেও এর মধ্যে কিছু ভিডিও এমনই যে আমাদের মুহূর্তেই আকৃষ্ট করে। এই তালিকায় আজকের সেরা ভাইরাল ভিডিও এক পুলিশকর্মীর গাওয়া গান।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা এক পুলিশ কর্মী সুরেলা কন্ঠে একটি গান গাইছেন। তাকে ভিকি কৌশল এবং সারা আলি খানের ছবি 'জারা হাটকে জারা বাচকে' (Zara Hatke Zara Bachke')এর ট্রেন্ডিং গান 'তু হ্যায় তো মুঝে ফির অর কেয়া চাহিয়ে' গাইতে দেখা যাচ্ছে। তার গানের গলা এতই মিষ্টি যে নেটিজেনরা তার গানের প্রেমে পড়েছেন। সকলেই ওই পুলিশকর্মীর গাওয়া গানের প্রশংসা করছেন। দিল্লি পুলিশের এই কর্মী এবং অতীতেও গান গেয়ে ভাইরাল হয়েছেন।

Advertisment

ভিডিওটি পুলিশকর্মী রজত রাঠোর নিজেই তার অফিসিয়াল অ্যাকাউন্ট rajat.rathor.rj থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মাত্র ২ দিনের মধ্যে, এটি ৫ লক্ষের বেশি ভিউ পেয়েছে, যেখানে ৭৭ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। ভিডিওটি পুলিশকর্মীর গাওয়া গানের প্রশংসা করে কমেন্টে তার প্রতি ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা।

Viral Video