New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-40.jpg)
পুলিশ কর্মীর গানের গলার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
সুরেলা কণ্ঠে ভিকি কৌশল এবং সারা আলি খানের জনপ্রিয় চলচিত্রের গান গেয়ে মুহুর্তে নেটিজেনদের মন জয় করলেন এক পুলিশকর্মী। তার এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। সকলেই পুলিশ কর্মীর গানের গলার প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হলেও এর মধ্যে কিছু ভিডিও এমনই যে আমাদের মুহূর্তেই আকৃষ্ট করে। এই তালিকায় আজকের সেরা ভাইরাল ভিডিও এক পুলিশকর্মীর গাওয়া গান।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা এক পুলিশ কর্মী সুরেলা কন্ঠে একটি গান গাইছেন। তাকে ভিকি কৌশল এবং সারা আলি খানের ছবি 'জারা হাটকে জারা বাচকে' (Zara Hatke Zara Bachke')এর ট্রেন্ডিং গান 'তু হ্যায় তো মুঝে ফির অর কেয়া চাহিয়ে' গাইতে দেখা যাচ্ছে। তার গানের গলা এতই মিষ্টি যে নেটিজেনরা তার গানের প্রেমে পড়েছেন। সকলেই ওই পুলিশকর্মীর গাওয়া গানের প্রশংসা করছেন। দিল্লি পুলিশের এই কর্মী এবং অতীতেও গান গেয়ে ভাইরাল হয়েছেন।
ভিডিওটি পুলিশকর্মী রজত রাঠোর নিজেই তার অফিসিয়াল অ্যাকাউন্ট rajat.rathor.rj থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মাত্র ২ দিনের মধ্যে, এটি ৫ লক্ষের বেশি ভিউ পেয়েছে, যেখানে ৭৭ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। ভিডিওটি পুলিশকর্মীর গাওয়া গানের প্রশংসা করে কমেন্টে তার প্রতি ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা।