বিরল দৃশ্য! 'গোলাপি ডলফিন' ভেসে উঠল সমুদ্রে, বিরল মুহূর্ত না দেখলে বিশ্বাস'ই হবে না। 'সমুদ্র'র জগত সাধারণ দুনিয়ার চেয়ে একেবারেই আলাদা। মহাসাগর মানুষের একটি রহস্য। বিপুল সংখ্যক প্রাণী বাস সেখানে। এর মধ্যে অনেক কিছুই রয়ে গিয়েছে লোকচক্ষুর অন্তরালে। সম্প্রতি এমনই এক বিরল দৃশ্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ডলফিনের খেলা দেখে আনন্দে মাতল নেটিজেনরা।
ডলফিন এমনিতেই ফ্রেন্ডলি স্বভাবের। ভিডিওতেও গোলাপী ডলফিনকে সমুদ্রের জলে ভেসে উঠতে দেখা গিয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৫০ হাজারেরও বেশি নেটিজেন এই ভিডিও শেয়ার করেছেন। তাঁরা জানাচ্ছেন এ যেন এক আশ্চর্য ঘটনা। কখনও তাঁরা গোলাপী রংয়ের ডলফিন দেখেননি।
গত সপ্তাহে, একটি বিরল গোলাপী ডলফিনকে লুইসিয়ানার উপকূলে মেক্সিকো উপসাগরে সাঁতার কাটতে দেখা গেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে। যা দেখে মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।
সিবিএস নিউজ অনুসারে, এই ভিডিওটি থুরম্যান গুস্টিন শ্যুট করেছেন, যিনি গত ২০ বছর ধরে এই এলাকায় মাছ ধরেন। তিনি ১২ জুলাই মেক্সিকো উপসাগরের কাছে একটি নয়, দুটি গোলাপী ডলফিনকে দেখেন। দেরি না করে মুহূর্তেই এই বিরল প্রাণীকে ফ্রেমবন্দী করেন। একটি ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করেন তিনি যা লক্ষ লক্ষ মানুষকে অবাক করেছে। গুস্টিন জানিয়েছেন, ' এই এলাকায় অনেক ডলফিন রয়েছে, তবে তিনি যে দৃশ্য দেখেছিলেন তা অবাক করার মত'।
গুস্টিন এটিকে তার বন্যজীবনের সেরা 'অভিজ্ঞতা' বলে উল্লেখ করেছেন। গুস্টিন বলেন, " আমরা যখন চলে যাচ্ছিলাম, আমি জলের নীচে কিছু দেখতে পেলাম। আমি অনুভব করলাম এটি স্বাভাবিক নয়। আমি নৌকা থামিয়ে এই সুন্দর গোলাপী ডলফিনটিকে তুলে নিলাম। রেকর্ড করলাম সেই বিরল মুহূর্ত। ভিডিওতে, দেখা যাচ্ছে একটি গোলাপী ডলফিন জলের ওপরে মাথা তুলছে এবং তারপরে আবার জলে ডুব দিচ্ছে। গুস্টিন বলেন, 'আমি ভাগ্যবান আমি গোলাপী ডলফিন দেখেছি'।