Advertisment

রকেট গতিতে ভাইরাল রোবট কুকুরের ভিডিও! তাজ্জব কাণ্ডে অবাক কোটি কোটি মানুষ

Trending Video: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইউটিউবার IShowSpeed ​​সুইমিং পুলের কাছে রোবট কুকুরটিকে আনবক্স করছেন। তারপর তাকে কমাণ্ড দিতে শুরু করেন। ইউটিউবার প্রথমে রোবট কুকুরটিকে বসতে নির্দেশ দেন। কুকুর বসে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Trending Video

Trending Video: বুলেটের গতিতে রোবট কুকুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এতে কুকুরটিকে কিছু বলার সাথে  সাথেই মালিকের দিকে আগুনের গোলা ছুড়তে থাকে কুকুরটি। ব্যক্তি প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দেন। এই ভিডিওটি বিখ্যাত আমেরিকান YouTuber IShowSpeed-র। তিনি চিন থেকে একটি রোবট কুকুর কিনে তা সর্বসমক্ষে আনেন। যার ফলে তিনি বিপাকে পড়েন। তিনি প্রায় 84 লক্ষ টাকায় রোবট কুকুরটি কিনেছিলেন। ইউটিউবার নিজেই ভিডিওটিতে এই তথ্য জানিয়েছেন।  ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে।

 

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইউটিউবার IShowSpeed ​​সুইমিং পুলের কাছে রোবট কুকুরটিকে আনবক্স করছেন। তারপর তাকে কমাণ্ড দিতে শুরু করেন। ইউটিউবার প্রথমে রোবট কুকুরটিকে বসতে নির্দেশ দেন। কুকুর বসে পড়ে। তারপর তাকে হ্যান্ডশেক করার জন্য নির্দেশ দেন। রোবট কুকুরটি হাত বাড়িয়ে দেয়। এর পরে তিনি তাকে একটি  জাম্প দিতে বলেন। কুকুরটি কমাণ্ডে পাওয়ার সঙ্গে সঙ্গে জাম্প দেয় এই সব করার পরে, YouTuber তাকে ডাকতে বলেন! তাতেই ঘটে বিপত্তি। 

রোবট কুকুরটি তাকে লক্ষ্য করে আগুনের গোলা ছুড়তে থাকে। আগুনের বল দেখে ইউটিউবার আতঙ্কে পুলে ঝাঁপ দেয় এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর রোবট কুকুরটিকে থামানোর নির্দেশ দেয়। তারপর সে থেমে যায়। এভাবে ৮৪ লাখ টাকায় রোবট কুকুর কিনে নিজের বিপদ ডেকে আনেন। ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোডও করেছেন। ৬ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে ভিডিওটি ।

viral Trending News
Advertisment