Advertisment

Viral Video: কুকুরের তোলপাড় ফেলা কাণ্ড, আজব দক্ষতায় যান চলাচল নিয়ন্ত্রণ, অবাক নেটপাড়া

কুকুরের বুদ্ধিমত্তা নিয়ে মানুষ নানা মন্তব্য করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Doggy Ka Video,Viral Video,Trending Video,Google Trends,Traffic Police Video

কুকুরের তোলপাড় ফেলা কাণ্ড, আজব দক্ষতায় যান চলাচল নিয়ন্ত্রণ, অবাক নেটপাড়া

কুকুর আর মানুষের বন্ধুত্ব অনেক পুরনো। অনেক পরিবারে কুকুর শুধু পোষা প্রাণী হিসেবে নয় পরিবারের সদস্য হিসেবে গণ্য হয়ে থাকে। কুকুর এবং একজন ট্রাফিক পুলিশকর্মীর মধ্যে এমনই এক বন্ধনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাফিক পুলিশ ও কুকুর দুজনই একসঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। রাস্তায় কুকুরটিকে ট্রাফিক পুলিশের সঙ্গে সমান দক্ষতায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এই দৃশ্য দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি ফ্রেমবন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়। মানুষ এই ভিডিওটি দারুণ পছন্দ করেছেন।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ট্রাফিক পুলিশ কর্মী। পাশাপাশি বিশ্বস্ত কুকুরটিও পুলিশকে সাহায্য করার চেষ্টা করছে। পাশ দিয়ে যাওয়া যানবাহনের দিকে নজর রেখে ব্যক্তির চারপাশে চক্কর কেটে আনন্দ প্রকাশ করার চেষ্টা করছেন। ভিডিওতে কুকুরের বুদ্ধিমত্তা দেখে মানুষ রীতিমত অবাক।

ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। ভিডিওটি পোস্ট করা ব্লুক্রসরেসকিউস অ্যাকাউন্টটি ক্যাপশনে লিখেছেন: "সুন্দর উপায়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে।" ভিডিওটি ৪০ লক্ষের বেশি ভিউ হয়েছে। অন্তত ৪ লাখ মানুষ ভিডিওটি লাইক করেছেন।

viral
Advertisment