Viral: হাত দিয়ে মেখে ভাত খাওয়ায় মার্কিন মহিলার কটাক্ষ, জবাব দিল নেটপাড়া, বুলেট গতিতে ভাইরাল ভিডিও

ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বাকযুদ্ধ।

ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বাকযুদ্ধ।

author-image
IE Bangla Web Desk
New Update
হাত দিয়ে খাবার খাওয়া, মহিলার হাত দিয়ে খাবার খাওয়ার ভিডিও ভাইরাল, বিমানবন্দরে মহিলার তৈরি ভিডিও, বিমানবন্দরে অদ্ভুত আচরণ, বিমানবন্দরে নোংরা আচরণ করছেন মহিলা, হাত দিয়ে খাবার খাওয়া, মহিলার হাত দিয়ে খাবার খাওয়ার ভিডিও ভাইরাল, ভিডিও বিমানবন্দরে মহিলার তৈরি, বিমানবন্দরে অদ্ভুত আচরণ, বিমানবন্দরে নোংরা কাজ করছেন মহিলা"

এটাই আমাদের সংস্কৃতি! বিমান বন্দরে হাত দিয়ে মেখে ভাত খাওয়া বিতর্কে চূড়ান্ত ট্রোল মার্কিন মহিলা, বুলেট গতিতে ভাইরাল

ভিডিওতে বিমানবন্দরের লাউঞ্জে বসে খাবার খাচ্ছিলেন ওই মহিলা যার ভিডিও করেছেন এক মার্কিন মহিলা। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে এবং তিনি লিখেছেন, "কেন এই মহিলা আমার পাশে বসে হাত দিয়ে খাবার খাচ্ছেন?" তিনি আরও লিখেছেন যে এটি আমাদের মাস্ক ম্যান্ডেটে (করোনা পিরিয়ড) সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

Advertisment

ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বাকযুদ্ধ। একজন লিখেছেন, কারুর অনুমতি ছাড়া তার ভিডিও করা বন্ধ হবে কবে? একজন লিখেছেন, আপনার হাত কতটা নোংরা যে আপনি তা দিয়ে কিছু খেতে পারবেন না? অন্য একজন লিখেছেন এটাই আমাদের সংস্কৃতি।

@jusbdonthate নামে শেয়ার করেছেন, তারপরে এটি ২২ মিলিয়নেরও বেশি লোক দেখেছে। সাত হাজারের বেশি মানুষ এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

viral