Zomato-এর এক ডেলিভারি বয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল ক্লিপটিতে, 'ডেলিভারি বয়'কে নিয়ে আলোচনায় মজেছেন নেটপাড়া। ডুকাটি বাইক নিয়ে তিনি বাড়ি বাড়ি ডেলিভারি করেন অর্ডার করা খাবার। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটপাড়ায়। অনেকেই এই ভিডিওটি শেয়ার করেছেন এবং নানা ধরনের মন্তব্য করছেন।
Advertisment
সোশ্যাল মিডিয়ায় শিরোনামে মুম্বইয়ের এক Zomato ডেলিভারি এজেন্ট। ক্যামেরার সামনে রাখঢাক না করেই তাকে বলতে শোনা গিয়েছে যে তিনি প্রতি মাসে ৪৫হাজার টাকা উপার্জন করেন। গ্রাহকদের কাছে খাবার ডেলিভারি করতে তিনি ব্যবহার করেন ডুকাটি বাইক।
ভিডিওতে ওই ডেলিভারি বয়কে আরও বলতে শোনা গিয়েছে প্রতিদিন ২০টি ডেলিভারি করেন তিনি সেখান থেকে তিনি প্রতিদিন উপার্জন করেন দেড় হাজার টাকা। ভিডিও দেখে চোখে কপালে নেটপাড়ার। ডেলিভারি এজেন্ট হয়ে কীভাবে ডুকাটির মতো এত দামি বাইক চালাচ্ছেন তিনি এই ভেবে কুল কিনাড়া করতে পারছেন না নেটিজেনরা। খবর লেখা পর্যন্ত ইনস্টাগ্রামে ২০ লক্ষের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। এটি raj_official_2151 নামের আইডি থেকে শেয়ার করা হয়েছে। তবে নেটিজেনরা অনেকেই দাবি করেছেন এই যুবক রিল মেকিংয়ের জন্যই এমন ভিডিও শ্যুট করেছেন।