/indian-express-bangla/media/media_files/2024/11/22/FHyEoO4NYKEsdMijjKz8.jpg)
জুবিনের মিমিক্রি! রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ
Pak Man Mimicry Jubin Nautiyal: বিশ্বজুড়ে প্রতিভাবানদের দাপট। আপনি যদি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন এমন অনেক ভিডিওয়ামার সামনে আসবে। তবে তার মধ্যেও কিছু ভিডিও এমনই যা মানুষকে ভাবতে বাধ্য করে। সেই ভিডিওগুলি দেশের গণ্ডি পেরিয়ে দাপিয়ে বেড়ায় বিশ্বব্যাপী। এমনই একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। যেখানে এক ব্যক্তিকে জনপ্রুয় গায়ক জুবিনের কণ্ঠকে নকল করতে দেখা যাচ্ছে। তার এই প্রতিভা মানুষকে অবাক করে দিয়েছে। সকলেই ব্যক্তির প্রতিভায় তাজ্জব।
ভাইরাল হওয়া এই ভিডিওটি পাকিস্তানের বলে জানা গেছে, যেখানে একজন ব্যক্তি ভারতীয় জনপ্রিয় গায়ক জুবিন নৌটিয়ালকে নকল করছেন। মজার ব্যাপার হল তার নকল করার স্টাইল এতটাই আশ্চর্যজনক যে ভিডিওটি শুধু পাকিস্তানেই নয়, ভারতেও প্রচুর মানুষকে অবাক করেছে।
ভিডিওতে আপনি দেখতে পাবেন কীভাবে তিনি জুবিন গান করেন তা বলেন। এ জন্য তিনি হুবহু জুবিনের মত গাওয়ার চেষ্টা করেন। এ জন্য তিনি জুবিনের 'তু মেরা পেহলা জুনুন' গানটি বেছে নেন। ভিডিও মানুষকে অবাক করেছে। জানা গিয়েছে মিমিক্রি করা এই ব্যক্তির নাম শাহমির শাজিল।
শুধু জুবিনই নয়, শাহমীর তার ইন্সটাতে অনেক গায়কেই নকল করেছেন। কোটি কোটি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'ভাই, আপনি প্রকৃত গায়ক! অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'বিশ্বাস করুন, এই লোকটি এআইয়ের চেয়েও বেশি বিপজ্জনক। '