নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শিশুর গলায় গর্জে উঠল 'আজাদি' স্লোগান, ভাইরাল ভিডিও

ঘড়িতে তখন রাত ১২.৫। কলকাতার কনেকনে শীতের রাতে পার্ক সার্কাস ময়দান তখন গমগম করছে খুদের কণ্ঠে।

ঘড়িতে তখন রাত ১২.৫। কলকাতার কনেকনে শীতের রাতে পার্ক সার্কাস ময়দান তখন গমগম করছে খুদের কণ্ঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral video protest caa nrc

এক শিশুর গলায় গর্জে উঠল আজাদি স্লোগান

দিল্লির শাহিনবাদ, কলকাতার পার্ক সার্কাস ময়দান, দুটি ছবির মধ্যে পার্থক্য এখন উনিশ-বিশ। যখন গোটা দেশ সিএএ-এনআরসি বিরোধীতায় মত্ত, তখন কলকাতার পার্ক সার্কাস ময়দানে অবস্থান বিক্ষোভে বসেছেন প্রায় দুশো মহিলা। বয়সের কোনো ব্যারিকেড নেই সেখানে। দিন রাত ভোর সেখানে কখনও উঠছে 'আজাদি'র স্লোগান তো কখনও 'সিএএ-এনআরসি মানছি না, মানব না'। সেখানেই এক শিশুর গলায় গর্জে উঠল 'আজাদি' স্লোগান। যাতে রয়েছে খুদের সৃজনশীলতা।

Advertisment

দিল্লির শাহিনবাগের কায়দায় পার্ক সার্কাস ময়দানে জমায়েত হয়েছে কয়েকশো মহিলা ও শিশু। মা, কাকীমা জেঠিমার সঙ্গে প্রতিবাদী শিশুর গর্জে ওঠা আজাদি স্লোগান ভাইরাল সোশাল মিডিয়ায়। ঘড়িতে তখন রাত ১২.৫। কলকাতার কনেকনে শীতের রাতে পার্ক সার্কাস ময়দান তখন গমগম করছে খুদের কণ্ঠে।

দেখুন ভিডিও...

Advertisment

viral viral news