New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/viral-feature-6.jpg)
রোজ পুণের রাস্তায় জঞ্জাল সাফ করেন ওই সাফাই কর্মী। শহরবাসীর সচেতনতা বাড়াতে তাঁর এই উদ্যোগে মুগ্ধ নেটদুনিয়া।
রাস্তায় জঞ্জাল পরিষ্কার করার সময় জনগণের টনক নাড়াতে গান করেন সাফাই কর্মী। জনপ্রিয় হিন্দি গানের সুর-তাল-লয় এক রেখে, শুধু কথা বদলে চারিদিক পরিষ্কার রাখার বার্তা দেন তিনি। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর এই অভিনব প্রয়াস।
রোজ পুণের রাস্তায় জঞ্জাল সাফ করেন ওই সাফাই কর্মী। শহরবাসীর সচেতনতা বাড়াতে তাঁর এই উদ্যোগে মুগ্ধ নেটদুনিয়া। ভিডিও দেখে জানা যাচ্ছে, মহারাষ্ট্রের পুণে মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাজ করেন ওই ভদ্রলোক।
সংবাদ সূত্রে খবর, প্রায় ২৫ বছর ধরে শহরকে পরিষ্কার করে যাচ্ছেন ওই সাফাই কর্মী। নাম মহাদেব যাদব। আর এই একই ভাবে নিত্যদিন গান করেন তিনি।
শুনে নেওয়া যাক সেই গান: