New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/bathroom-camera.jpg)
ইনস্টাগ্রামে পোস্ট করা গোপন ক্যামেরার ছবি ছড়িয়ে ভাইরাল হওয়ার পর তা পৌঁছে গেছে পুনে পুলিশের হাতে। তারপরই টনক নড়েছে প্রশাসনের।
ক্যাফেটেরিয়ার বাথরুমের ওপরদিকে লুকোনো রয়েছে গোপন ক্যামেরা। যা খুঁজে পাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই বেজায় চটেছেন নেট নাগরিকরা। অভিযোগ, ঘটনাটি ঘটেছে পুনের একটি ক্যাফেতে। ইনস্টাগ্রামে পোস্ট করা গোপন ক্যামেরার ছবি ছড়িয়ে ভাইরাল হওয়ার পর তা পৌঁছে গেছে পুনে পুলিশের হাতে। তারপরই টনক নড়েছে প্রশাসনের।
Have deleted my previous tweet, as someone pointed out a mistake. Behive, Hinjewadi was filming women in the ladies toilet. This is the limit of perversion. They have to be brought to book. RT widely. @PuneCityPolice pic.twitter.com/sPW7lWLSYS
— TheRichaChadha (@RichaChadha) November 6, 2019
We have got in touch with @PCcityPolice to look into this as it’s in there jurisdiction. They will certainly do the needful and take necessary action.
— PUNE POLICE (@PuneCityPolice) November 6, 2019
পুনে শহরের হিঞ্জাওয়াডি অঞ্চলের 'ক্যাফে বিহাইভে'র ক্যাফেটেরিয়ার বাথরুমে লুকোনো রয়েছে ক্যামেরা। বিষয়টি নজরে আসা মাত্রই কর্তৃপক্ষকে জানালে তাঁরা ক্যামেরার উপস্থিতি অস্বীকার করেন। এবং অভিযোগকারী মহিলাকে ক্যাফেটেরিয়া থেকে বের করে ক্যামেরা সরিয়ে ফেলা হয় বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন তিনি। সেই পোস্ট অভিনেত্রী রিচা চাড্ডাও শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে।