তিরুবন্তপুরমে নেয়ার বাঁধের কাছে স্থানীয় কলেজে চলছিল পরিষ্কার অভিযান। সেখানেই চোখে আসে ১০ ফুটের অজগর সাপ। কর্মরত এক শ্রমিক সাপটিকে উদ্ধার করে।
সাপটিকে উদ্ধার করার পর কাঁধে করে নিয়ে যাওয়ার সময় সাপটি শ্রমিকের গলা জড়িয়ে ধরে। সেটিকে ছাড়াতে হিমশিম খায় বাকি শ্রমিকরা। শ্বাসরোধ হয়ে যায় শ্রমিকের। অতিকষ্টে সাপটিকে শ্রমিকের গলা থেকে নামানো হয়। তারপর বস্তার মধ্যে ঢুকিয়ে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
Read the full story in English