/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/RANU-FETURE.jpg)
শনিবার সন্ধ্যে থেকেই সোশাল মিডিয়ার ময়দানে বুলেটের গতিতে ভাইরাল হচ্ছেন রানু মন্ডল। এবার গান নয়, র্যাম্পে হেঁটেছেন তিনি। অনুশীলন ছাড়া ঠিক যেমন ভগবান প্রদত্ত গলা পেয়েছেন, তেমন সুপার মডেলের হাঁটার কৌশলও রপ্ত করেছেন সম্ভবত। কিন্তু তাঁর এই প্রতিভার জোরে রানু ভাইরাল হননি এবার। বরং তাঁর মেকওভার হাসির রসদ যুগিয়েছে নেট নাগরিকদের। রানুর অর্জিত 'সৌন্দর্য্য' দেখে নেতিবাচক কটাক্ষই করছেন নেট নাগরিকরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/76732977_152244506143575_1768900135036649472_n.jpg)
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা হলো হাসি মুখে রানু মন্ডলের 'ক্যাটওয়াক'। ডিজাইনার লেহেঙ্গো, গয়নাগাঁটি, পাফ করা চুল, মাথায় গোলাপ ফুল, আর চড়া মেকআপে রানাঘাটের রানুর যা মেকওভার দিয়েছেন মেকআপ আর্টিস্ট, তাতে অবিশ্রান্ত ট্রোলের শিকার হতে হয়েছে রানুকে। তবে ভিডিওটি দেখলে বোঝা যায়, খাঁটি পেশাদারের মত চলনবলন রানাঘাটের সেই রানুর। দর্শকদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন তিনি। যা দেখে তাজ্জব নেটপাড়া।
আরও পড়ুন: সাবধানে কুকুরকে রাস্তা পার করিয়ে দিচ্ছেন কাগজকুড়ুনি, মুগ্ধ সোশাল মিডিয়া
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/74479221_152095216158504_2537509456351068160_o.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/69885769_118481326186560_7727020802616328192_n.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/74230423_152244502810242_6691445123160473600_n.jpg)
কী মনে হয়? এই কৃত্রিম মেকআপে মানাচ্ছে কি রানুকে?