Advertisment

রোমানিয়া সীমান্তে একরত্তির জন্মদিন পালন, এমন ভিডিও চোখে জল আনবেই!

ইনস্টাগ্রামে গুডনিউজ় মুভমেন্ট নামক একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শরণার্থী শিবিরের জরুরি পরিষেবায় নিযুক্ত স্বেচ্ছাসেবকরা ছোট্ট একটা মেয়ের জন্মদিন উদযাপন করলেন

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। যুদ্ধবিধ্বস্ত এহেন ইউক্রেন ছাড়ছেন বহু মানুষ। কাতারে কাতারে লোকজন সে নিজের দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে শরণার্থী হয়ে ঢুকছেন। এর মধ্যে প্রায় ১৫ লক্ষেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন এমনটাই জানিয়েছেন রাস্ট্রসংঘ । চারিদিকে যেন একটা থমথমে মেজাজ, কান্নার আওয়াজ আর হাহাকার, কালো ধোঁয়ায় ঢেকেছে ইউক্রেনের আকাশ। এমনই এক পরিস্থিতিতে একটু হলেও হাসি দেখা গেল একটা বাচ্চা মেয়ের ঠোঁটের কোণে। যুদ্ধের মাঝেও নিজের জন্মদিনের দিন একটু মজা করতে পারল সে। তাই চোখে মুখে খুশির আমেজ।

Advertisment

রোমানিয়া সীমান্তে সিরেটেও এসেছেন বহু ইউক্রেনিয়ান। সেখানেই একটি শরণার্থী শিবিরের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেই শরণার্থী শিবিরের জরুরি পরিষেবায় নিযুক্ত স্বেচ্ছাসেবকরা ছোট্ট একটা মেয়ের জন্মদিন উদযাপন করলেন। আর যুদ্ধের সময়ে ছোট্ট এই আনন্দের মুহূর্ত যেন বহু মানুষের মন ভাল করে দিয়েছে। ব্যাপক ভাইরালও হয়েছে সেই ভিডিও। আর এই ভিডিও ভাইরাল হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

মেয়েটির নাম অ্যারিনা। বয়স ৭ বছর। বাবা-মায়ের সঙ্গে ইউক্রেন থেকে পালিয়ে রোমানিয়ার সিলেটে একটি শরণার্থী শিবিরেই তার ঠাঁই। আর এমনই একটা যুদ্ধমুখর সময়ে তার জন্মদিন। কিন্তু এই দুঃসময়ে কে-ই বা তার জন্মদিন উদযাপন করবে, কে-ই বা তার এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তুলবে! সেই দায়িত্বই কাঁধে তুলে নিলেন শরণার্থী শিবিরের ভলান্টিয়ার্স ও এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা। সাধ্যের মধ্যেই উদযাপিত হল ছোট্ট অ্যারিনার জন্মদিন। খুশি ছোট্ট অ্যারিনাও

ইনস্টাগ্রামে গুডনিউজ় মুভমেন্ট নামক একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। তার ক্যাপশনে লেখা হয়েছে, “মানবতা… রোমানিয়ার শরনার্থী শিবিরেই ছোট্ট একটা ইউক্রেনিয়ান মেয়ের জন্মদিন পালিত হল। সবাই অ্যারিনাকে এখানে উইশ করুন। যাঁরা সাহায্য করলেন, তাঁদের অনেক ধন্যবাদ।” আপনিও দেখুন এই মিষ্টি মধুর ভিডিও

Ukraine Crisis Romania
Advertisment