রাস্তায় দাঁড়িয়ে মোমো বিক্রি করছেন ইংরেজির শিক্ষক। এমনই এক তোলপাড় ফেলা কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ইংরেজি অধ্যাপক বাদামের চাটনি এবং শেজওয়ান সসের সঙ্গে ঘরে তৈরি মোমো বিক্রি করছেন রাস্তায় দাঁড়িয়ে।
Advertisment
বর্তমানে ভারতে চাইনিজ খাবারের ক্রেজ আকাশছোঁয়া। চাউমিন-মাঞ্চুরিয়ানের মতো খাবার ছাড়াও মোমোরও প্রচুর চাহিদা রয়েছে প্রচুর। উত্তর ভারতের প্রতিটি রাস্তা-ঘাটে মোমো স্টল দেখতে পাবেন। সেই সঙ্গে কলকাতা ও শহরতলীতেও বেড়েছে মোমো বিক্রি। আজকে এক দোকানদারের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যিনি নিজে একজন ইংরেজি শিক্ষক। এই শিক্ষককে দেখলে আপনি মোটেও বিশ্বাস করবেন না যে তিনি রাস্তায় দাঁড়িয়ে মোমো বিক্রি করতে পারেন, কারণ তাকে দেখা যায় অনর্গল ইংরেজি বলে লোকেদের দোকানে হাতে তৈরি মোমো খেতে ডাকছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের গোমতী নগরে রাস্তায় দাঁড়িয়ে মোমো বিক্রি করছেন ইংরাজির শিক্ষক। । তিনি তার সামনে একটি ছোট টেবিল রেখেছেন এবং পথ চলতি মানুষজনকে সাবলীল ইংরেজিতে তার দোকানে আমন্ত্রণ জানাচ্ছেন। ইংরেজির শিক্ষক বাদামের চাটনি এবং শেজওয়ান সসের সঙ্গে ঘরে তৈরি মোমো এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডি।
তিনি ১০০ টাকায় ১০ পিস মোমো বিক্রি করছেন। তিনি বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার তিনি তার এই দোকান খোলেন। ভিডিওটি দুই লাখ ৬৫ হাজারের বেশি মানুষ লাইক করেছেন, যেখানে শ’য়ে শ’য়ে মানুষ এই ভিডিওতে তাদের মতামত দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "ইংরেজি জানা থাকলে চাকরি পাওয়া যায় না এটাই প্রমাণ।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি ভারতে কর্মসংস্থাননের বাস্তব চিত্র। শিক্ষিত লোকেরা রাস্তার খাবার বিক্রি করে এবং অশিক্ষিত লোকেরা দেশ চালায়। ডিগ্রি কেবল একটি কাগজের টুকরো।"