মাতৃস্নেহে মাঝআকাশে শিশুকে খাইয়ে দিচ্ছেন বিমানসেবিকা, উদারতায় মন জয়, দেখুন ভিডিও

সকলেই শিশুটিকে এভাবে পরম যত্নে খাইয়ে দিতে দেখে বিমান সেবিকার উদারতার প্রশংসায় পঞ্চমুখ।

সকলেই শিশুটিকে এভাবে পরম যত্নে খাইয়ে দিতে দেখে বিমান সেবিকার উদারতার প্রশংসায় পঞ্চমুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
Flight attendant feeds kid,viral video,trending news,viral news

সকলেই শিশুটিকে এভাবে পরম যত্নে খাইয়ে দিতে দেখে বিমান সেবিকার উদারতার প্রশংসায় পঞ্চমুখ।

মাঝ আকাশে অর্ডার করা খাবার খেতে কিছুটা অসুবিধা হচ্ছিল বছর পাঁচেকের এক শিশুর। সন্তানস্নেহে শিশুটিকে চামচে করে খাইয়ে দিতে দেখা যায় এক বিমান সেবিকাকে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। সকলেই শিশুটিকে এভাবে পরম যত্নে খাইয়ে দিতে দেখে বিমান সেবিকার উদারতার প্রশংসায় পঞ্চমুখ।

Advertisment

অনলাইনে ঘুরে বেড়ানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ৫ বছর বয়সী শিশুকে টোকিওগামী একটি ফ্লাইটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একজন ক্রু মেম্বার খাইয়ে দিচ্ছেন। ভাইরাল ইনস্টাগ্রাম রিলে, বিমান সেবিকাকে তার সামনে রাখা দুটি ছোট প্লেট থেকে শিশুকে চামচে করে খাইয়ে দিতে দেখা যায়।

ভিডিওটি এখন পর্যন্ত ১৩ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে তার সহানুভূতি এবং উদারতার জন্য প্রশংসা করেন। অন্যরা এই ধরনের আচরণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ বলেন, শিশুটি যথেষ্ট বড় হয়েছে সে নিজের খাবার নিজেই খেতে পারবে। এটা কেবলই সহানুভূতি আদায় ছাড়া আর কিছুই নয়' ।

viral