এই পৃথিবীতে মায়ের জায়গা কেউই নিতে পারে না। মা এবং সন্তানের বন্ধন পৃথিবীর সেরা বন্ধন, যাকে ব্যাখ্যা করা কঠিন। সন্তানের সুখের জন্য, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রাণপাত করেন মা। একজন মা’র কাছে তার সেরা বন্ধু তার সন্তানই। এমন নিঃশর্ত ভালবাসা পৃথিবীতে বিরল। মা-সন্তানের পবিত্র বন্ধন মানুষের মধ্যেই নয়, অন্যান্য প্রাণীদের মধ্যেও রয়েছে। যারা তাদের সন্তানের মঙ্গলের জন্য নিজের জীবন বিসর্জন দিতেও রাজি থাকে।
সোশ্যাল মিডিয়ায় এমনই এক বিরল ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখার পর অনুভব করতে পারবেন, বাস্তবে মায়ের জায়গা কেউ’ই নিতে পারে না। এই ভিডিওটি সোশ্যাল ভাইরাল হতেই তা মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি একটি কুকুরছানাকে বকাঝকা করছেন। কুকুরছানাটির দিকে আঙুল উঁচিয়ে কথা বলছেন।
ভিডিওতে দেখা যায়, এরপর তিনি চপ্পল হাতে কুকুর ছানাকে মারতে উদ্ধত হন। তিনি এমন ভান করেন যেন তিনি কুকুরছানাটিকে মেরেই ফেলবেন। যখন তিনি তার হাতে চপ্পল হাতে নেন এবং তাকে মারতে উদ্ধত হন, তখন মা কুকুর সন্তানকে রক্ষা করতে তাকে বাঁচাতে তার পা এগিয়ে দেয়। ভিডিওটি দেখে বোঝা যাবে তার সন্তানকে না মারার অনুরোধ করছেন কুকুরটি।
এই ভিডিওটি @DrVivekBindra তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে মা একজন মা’ই হন, সে মানুষ হোক অথবা অন্য প্রাণী। একজন ব্যবহারকারী লিখেছেন যে মা এই পৃথিবীর প্রকৃত ঈশ্বর। এক ব্যবহারকারী লিখেছেন, মা’ই ঈশ্বরের আরেক রূপ।