বুলেটের মিনি ভার্সন, গর্বের সঙ্গে চালিয়ে রাজপথে লাইমলাইটে এই ব্যক্তি

দিল্লির রাস্তায় এক ব্যক্তিকে বেশ গর্বের সঙ্গে মিনি বুলেট চালাতে দেখা যায়।

দিল্লির রাস্তায় এক ব্যক্তিকে বেশ গর্বের সঙ্গে মিনি বুলেট চালাতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
"mini bullet viral video, delhi road mini bullet, mini bullet video, man ride bullet video, mini bullet viral video, road par bullet daudata dikha aadmi, chhoti bullet, piddi se bike, mini bike, small bike, man ride small bike on road, man ride mini bike on road, mini bullet viral video delhi, ajab gajab news, viral news, omg news, amazing news, shocking news, trending news, hatke khabar, khabren zara hatke, weird news, ajeebogareeb khabar, omg khabar, hatke news"/>

বুলেটের মিনি ভার্সন, গর্বের সঙ্গে রাজপথে লাইমলাইট কাড়লেন এই ব্যক্তি

দিন কয়েক আগে বিশ্বের সবচেয়ে ছোট সাইকেলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা মানুষকে রিতীমত অবাক করে দেয়। এবার সামনে এল মিনি বুলেট। হ্যাঁ ঠিকই শুনেছেন। দিল্লির রাস্তায় এক ব্যক্তিকে বেশ গর্বের সঙ্গে মিনি বুলেট চালাতে দেখা যায়। যা দেখে পথচারীরা তো একেবারে অবাক।

Advertisment

দিল্লির রাস্তায় গর্বের সঙ্গে মিনি বুলেট চালাতে দেখা যায় এক ব্যক্তিকে।  সিগন্যালে দাঁড়াতেই সেই বাইক দেখার জন্য ভিড় জমে যায়। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @rammyryder-এ ভাইরাল হয়েছে মিনি বুলেটের ভিডিও।

রয়্যাল এনফিল্ড বাইকারদের পছন্দের তালিকায় থাকা সেরা বাইকের মধ্যে অন্যতম।  আজকাল ছেলেদের পাশাপাশি মহিলাদেরও রাস্তায় বুলেট হাঁকিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়।  কিন্তু বুলেটের মিনি ভার্সন কি কখনও দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আর দেরি কেন?  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিনি বুলেটের ভিডিও।  ট্রাফিক সিগন্যালে বাইক থামাতেই সকলের নজর সেই মিনি বুলেটের দিকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মিনি বুলেট বাইক নিয়ে দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ওই ব্যক্তি। ট্র্যাফিক সিগন্যালে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে লোকেরা অবাক হয়ে তাকে এবং তার বাইকের দিকে তাকাতে শুরু করেন। ভিডিওতে দাবি করা হয়েছে যে এই গোলাপি রঙের মিনি বুলেটটি ভারতের প্রথম মিনি বুলেট।

Advertisment

ভিডিওটি ভাইরাল হতেই এমন অভিনব বুলেট দেখে মানুষজন একেবারে অবাক। মাত্র কয়েকদিন আগে শেয়ার করা এই ভিডিওটিতে 54 লক্ষ ভিউয়ের সঙ্গে সঙ্গে অজস্র কমেন্টে ভরে উঠেছে ইনবক্স। অনেকেই মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বাইকের দাম ও এর উপলব্ধতা নিয়ে কমেন্ট সেকশনে প্রশ্নের বন্যা।

viral