New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-318.jpg)
টুইটটি এখন পর্যন্ত ৬০ লক্ষ ভিউ হয়েছে।
টুইটটি এখন পর্যন্ত ৬০ লক্ষ ভিউ হয়েছে।
টুইটটি এখন পর্যন্ত ৬০ লক্ষ ভিউ হয়েছে।
গরম থেকে বাঁচার নতুন কৌশল, জামার ভিতরে বসানো ফ্যান, রোদেও ঠান্ডা রাখবে শরীর। রাস্তার মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি। তার জামার ভিতর লাগানো রয়েছে ফ্যান। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে জাপানে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখেছে ঘুম উড়েছে নেটপাড়ার।
জাপানের এক ব্যক্তির অনন্য ফ্যান-সজ্জিত জামার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। টুইটার অ্যাকাউন্ট @Rainmaker1973-এ শেয়ার করা ভিডিওটি জাপানে প্রচণ্ড গরম থেকে বাঁচতে এমন অভিনব পন্থা দেখে তাজ্জব নেটপাড়ার মানুষ।
Japan is seeing the rapid spread of work clothes that aim to protect against heat. The fans attached to the clothes suck outside air, evaporating sweat, thereby releasing heat through vaporization and cooling the body
https://t.co/ghiuoqcqOs>pic.twitter.com/CgH31dV2fQ — Massimo (@Rainmaker1973) July 23, 2023
ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি জামা পড়েছেন যার ভিতরে লাগানো রয়েছে একটি ফ্যান। এই ফ্যানের কাজ বাইরের বাতাসকে ভিতরে টানা এবং ভিতরের গরম তাপ বাইরে বের করে দেওয়া। ফলে শরীর শীতল থাকে। টুইটটি এখন পর্যন্ত ৬০ লক্ষ ভিউ হয়েছে।