Advertisment

Viral Video: মোদীর শপথ গ্রহণে রাষ্ট্রপতি ভবনে ওটা কী ঘুরছে? বাঘ নয়তো? তোলপাড় দেশ

মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণের রাষ্ট্রপতি ভবনে দেখা মিলল ভয়ঙ্কর এক প্রাণীর। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
swearing-in ceremony,swearing-in ceremony of pm modi,Rashtrapati Bhavan,animal at Rashtrapati Bhavan,Council of Ministers

: মোদীর শপথ গ্রহণে রাষ্ট্রপতি ভবনে ওটা কী ঘুরছে? বাঘ নয়তো? তোলপাড় দেশ

Rashtrapati Bhavan: মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণের রাষ্ট্রপতি ভবনে দেখা মিলল ভয়ঙ্কর এক প্রাণীর। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

Advertisment

শপথ নিচ্ছেন মোদী মন্ত্রীসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী। ঠিক সেই সময় একটি আজব দেখতে প্রাণীকে শপথ গ্রহণের মঞ্চের পিছনে হাঁটতে দেখা গেছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপতি ভবনের সিঁড়িতে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর কোন প্রাণী! এর ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। যার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল অর্থাৎ ৯ই জুন, রাষ্ট্রপতি ভবনে হাজার হাজার মানুষের সামনে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পর তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রী শপথ নেন। তবে মন্ত্রিসভার শপথ গ্রহণের সময় দেখা গেল এক আশ্চর্যজনক ঘটনা।

রাষ্ট্রপতি ভবনের সিঁড়ি দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে একটি প্রাণী। যার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটি দেখে অনেকেই অবাক হয়েছেন। এ নিয়ে অনেকে নানা ধরনের মন্তব্যও করছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের সব বড় বড় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ছিলেন বিজনেস টাইকুন মুকেশ আম্বানি এবং গৌতম আদানি থেকে বলিউড সুপারস্টার রজনীকান্ত, শাহরুখ খান এবং অক্ষয় কুমার। এর পাশাপাশি ভারতের অনেক প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

সবার আগে শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার মন্ত্রীরা। এদিকে যখন শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার এক মন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চের পেছনের সিঁড়ির গ্যালারিতে একটি প্রাণীকে হেঁটে যেতে দেখা গেছে। এটা দেখে লোকজন বেশ অবাক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : < Viral Video: তৃপ্তির বৃষ্টি, আনন্দে গদি সমেত ভেসে গেলেন যুবক, ভিডিও ভাইরাল >

কেউ বলেছেন চিতাবাঘ, কেউ বলেছেন হায়না। ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে মানুষের কাছ থেকে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'চিতা ছিল চিতাবাঘ।' আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ' বাঘের বাচ্চা মনে হচ্ছে।' অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'দিল্লিতে কোনো জঙ্গল নেই এবং অবশ্যই রাষ্ট্রপতি ভবনের আশেপাশে নেই।' অপর এক ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, 'প্রাণীটিকে 'দেখতে গাধার মতো।'

Viral Video viral Trending News
Advertisment