Advertisment

Viral Video: মেয়ে বলে থেমে থাকেনি! প্রবল গরমে ভ্যান চালককে সাহায্যে প্রাণপাত, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

ভিডিওটিতে এক মহিলাকে এগিয়ে এসে ভ্যান চালককে সাহায্য করতে দেখা যায়। ফ্লাইওভারের উপর দিয়ে একটি বড় কুলার সমেত ভ্যান টেনে নিয়ে যাওয়ার সময় ওই মহিলা ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেন যাতে চালকের কষ্ট কিছুটা লাঘব হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

ভ্যানচালকের বোঝা কিছুটা হালকা করতে এবং তাকে কিছুটা স্বস্তি দিতে মহিলার এই প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Motivational Video: গ্রীষ্মের প্রচণ্ড গরম উপেক্ষা করে ভ্যানচালক বা রিকশা চালকরা গরমের মধ্যে তাদের কঠিন লড়াই জারি রাখেন। দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতে প্রাণপাত করেন তারা। তাদের কাছে গ্রীষ্ম, বর্ষা, শীত কিছুতেই কোন ফারাক পড়ে না। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ভ্যানচালক মাল সমেত ভ্যানটিকে ব্রিজের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে এক তরুণী সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Advertisment

ভিডিওটিতে এক মহিলাকে এগিয়ে এসে ভ্যান চালককে সাহায্য করতে দেখা যায়। ফ্লাইওভারের উপর দিয়ে একটি বড় কুলার সমেত ভ্যান টেনে নিয়ে যাওয়ার সময় ওই মহিলা ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেন যাতে চালকের কষ্ট কিছুটা লাঘব হয়।

সূর্যের প্রখর তাপে মহিলার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন সকলেই। ভ্যানচালকের বোঝা কিছুটা হালকা করতে এবং তাকে কিছুটা স্বস্তি দিতে মহিলার এই প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন : < Electric scooters fire: দাউদাউ করে জ্বলছে লাখ লাখ টাকার ই-স্কুটার, কেনার আগে সাবধান, দেখুন ভিডিও >

ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইতিমধ্যেই এই ভিডিওতে ৫ লাখের বেশি ভিউ হয়েছে। মহিকার হৃদয়স্পর্শী এই কাজে প্রশংসার ঝড় ওঠে নেটদুনিয়ায়।

Viral Video viral Trending News
Advertisment