Advertisment

হাত কামড়ে ধরেছে হাঙর, তবু মুখে হাসি ব্যক্তির!

হাত কামড়ে ধরে থাকা হাঙরটিকে নিয়ে কোলে করে জল থেকে উঠে এসে তিনি হাঙরটিকে হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেন। জানা যায়, হাঙরটিকে ছাড়াতে মোট সময় লাগে ৪৫ মিনিট। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাঙর যখন কোনও মানুষকে কামড়ায়, তখন সাধারণত মানুষ ভয়ে চিৎকার করে। হাঙর থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাঙর এক ব্যক্তিকে কামড়ে ধরেছে। কিন্তু একটুও বিচলিত না হয়ে সেই হাঙরকে শান্তভাবে কোলে তুলে নিয়ে জলের বাইরে এলেন সেই ব্যাক্তি। সেই ঘটনাকে ক্যামেরাবন্দী করেছে প্রত্যক্ষদর্শীরা।

Advertisment

আমেরিকায় ফ্লোরিডার জেনসন সৈকতে স্নান করার সময় এক ব্যক্তির হাত কামড়ে ধরে হাঙর। এরপরই  তিনি জল থেকে উঠে আসেন। কিন্তু একটুও আতঙ্কিত হয়না সে। হাত কামড়ে ধরে থাকা হাঙরটিকে নিয়ে কোলে করে জল থেকে উঠে এসে তিনি হাঙরটিকে হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেন। জানা যায়, হাঙরটিকে ছাড়াতে মোট সময় লাগে ৪৫ মিনিট।

Read the full story in English

viral news viral
Advertisment