New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/monkey.jpg)
মেংমেং জানিয়েছেন, তিনি নিত্য ব্যবহার্য কিছু জিনিস অনলাইনে অর্ডার করতে যাচ্ছিলেন, যখন তিনি বুঝতে পারেন যে তাঁর বাঁদরের খিদে পেয়েছে। অর্ডার করা মাঝপথে বন্ধ রেখে তিনি রান্নাঘরে যান খাবার আনতে।
কোনও 'বাঁদরামো' নয়, বরং রীতিমত স্তম্ভিত হয়ে যাওয়ার মতো ঘটনা! চিনের এক অতি বুদ্ধিমান বাঁদরের কার্যকলাপ দেখে শুধু তার মালিকই নন, হাঁ হয়ে গেছে গোটা নেটদুনিয়া। কী করেছে এই বাঁদর? সেলফোন ব্যবহার করে অনলাইনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে ফেলেছে সে!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও অনুযায়ী, চিনের শাংঝুতে ইয়ানচেং ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়ার্ল্ডের কর্মচারী লিভ মেংমেং অবাক হয়ে দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে অর্ডার করা হয়েছে বেশ কিছু জিনিস, অবশ্যই তাঁর অজান্তে। সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে তিনি বুঝতে পারেন, এর জন্য দায়ী আর কী নয়, তাঁরই পোষা আদরের বাঁদর!
মেংমেং জানিয়েছেন, তিনি নিত্য ব্যবহার্য কিছু জিনিস অনলাইনে অর্ডার করতে যাচ্ছিলেন, যখন তিনি বুঝতে পারেন যে তাঁর বাঁদরের খিদে পেয়েছে। অর্ডার করা মাঝপথে বন্ধ রেখে তিনি রান্নাঘরে যান খাবার আনতে।
কিন্তু ফিরে এসে তিনি দেখেন যে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। কীভাবে তা সম্ভব হলো, তা তখন বোঝেন নি তিনি। পরে অবশ্য সবই পরিষ্কার হয়ে যায়। মেংমেংয়ের বক্তব্য, যেহেতু তিনি প্রায়শই অনলাইনে নানা কিছু অর্ডার করে থাকেন, তাঁর বাঁদর সম্ভবত তাঁকেই অনুকরণ করে এই কান্ড ঘটিয়েছে। সবচেয়ে আনন্দের কথা, স্থানীয় মিডিয়াকে মেংমেং জানান, তাঁকে অর্ডার ক্যান্সেলও করতে হয়নি, কারণ যা কিছু তাঁর বাঁদর অর্ডার করেছে, প্রতিটিই প্রয়োজনীয় জিনিস।