Advertisment

আয়াপ্পা দর্শনে তিরুমালা থেকে শবরীমালা হেঁটে গেল কুকুর

প্রথমে কুকুরটিকে লক্ষ্য করেননি আয়াপ্পা ভক্তরা। খানিকটা হাঁটার পর লক্ষ্য করেন, কুকুরটি পিছন পিছন হেঁটে আসছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পায়ে হেঁটে শবরীমালা যাচ্ছেন কুকুর। যা রীতিমত সারা ফেলেছে সোশাল মিডিয়ায়। অন্ধ্রপ্রদেশের তিরুমালা থেকে যাত্রা শুরু করে শবরীমালায় যাচ্ছেন ১৩ জনের এক দল। তাদেরই পিছু নিয়েছে কুকুরটি।

Advertisment

৩১ অক্টোবর অন্ধ্রপ্রদেশের তিরুমালা থেকে যাত্রা শুরু করে আয়াপ্পা ভক্তরা। আঠেরো দিন পর তাঁরা পৌঁছান কর্নাটকের চিকমাগালুরু জেলার কোট্টিগেহারাতে। এই চলার পথে তাদের সঙ্গে যোগ দিয়েছে ওই কুকুরটি।

এক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, হাঁটা শুরু করার পর প্রথমে কুকুরটিকে লক্ষ্য করেননি আয়াপ্পা ভক্তরা। খানিকটা হাঁটার পর লক্ষ্য করেন, কুকুরটি পিছন পিছন হেঁটে আসছে। তারপর থেকে তারা কুকুরটিকে সঙ্গে নিয়ে নেয়। এই কয়েকদিন তারা রান্না করে যা খেত কুকুরটিকেও তা দিতে হত। মাঝপথে একটা সময় পায়ে ব্যাথা হয় কুকুরটির। সেসময় মাঝপথে ডাক্তারও দেখানো হয় তাকে। কুকুরের শবরীমালা যাত্রা হুহু করে ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায়।

দেখুন ভিডিও...

viral
Advertisment