কথায় আছে কঠোর পরিশ্রম করলে সাফল্য নিজেই এসে ধরা দিতে বাধ্য। আর সেই লক্ষ্যেই প্রাণপাত করে চলেছেন এক যুবক। এই যুবকের কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের গল্প ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আর তা মন ছুঁয়ে গিয়েছে হাজার হাজার মানুষের।
টুইটারে (এক্স) শেয়ার করা এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন এবং ঘটনা জানার পর তারাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আসলে, হাতিন্দর সিং নামে একজন ব্যবহারকারী টুইটারে (এক্স) ব্যক্তির ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওতে সৌরভ ভরদ্বাজ নামে এক যুবককে সুইগির জন্য খাবার সরবরাহ করতে দেখা যাচ্ছে। সৌরভ যা বলেছেন তা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এই ভিডিও ইন্টারনেটে ক্রমশ ভাইরাল হচ্ছে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে সৌরভ বলেছেন যে তিনি সংসার চালানোর জন্য সুইগিতে খাবার ডেলিভারি করছেন। তিনি জানান, তার বাবা একজন ফটোগ্রাফার কিন্তু তার রোজগার সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। একই সময়ে, তার মা একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা এবং তার বেতন খুব বেশি নয়। সৌরভ জানান যে তার একটি ছোট বোন আছে যে বর্তমানে স্কুলে পড়ছে।
সৌরভ জানিয়েছেন তিনি তার এই উপার্জন থেকে মুদি দ্রব্যাদি পরিবারের জন্য কিনে আনেন। ভবিষ্যতে তার লক্ষ্য আইএএস অফিসার। পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং অনেকে ভিডিওতে তাদের মতামতও দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'সত্যিই একটি হৃদয় জয় করা ভিডিও।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আপনার পরিশ্রমকে স্যালুট।' একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'এমন মানুষ খুব কমই পাওয়া যায়।'